মাইক্রোসফট অফিসে চলবে ওপেন অফিসের ফাইল
Thursday, June 17, 2010
মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সে অফিস প্রোগ্রাম হিসেবে ব্যবহার করা হয় ওপেন অফিস ডট অর্গ। সফটওয়্যারটি www.openoffice.org এবং বহনযোগ্য সংস্করণ পাওয়া যায় www.portableapps.com ঠিকানায় পাওয়া যাবে। ওপেন অফিসের ফাইলগুলো (.odf) মাইক্রোসফট অফিসে সমর্থন করে না। একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চালানো যাবে। প্লাগইনটি www.sun.com/ software/star/odf_plugin/get.jsp থেকে বিনা মূল্যে নিবন্ধন করে নামিয়ে নেওয়া (ডাউনলোড) যাবে।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment