সহজেই মুছুন যেকোনো ফাইল
Thursday, June 17, 2010
অনেক সময় কম্পিউটারে থাকা কোনো কোনো ফাইল মুছতে চাইলেও তা মোছা যায় না, বিশেষ করে ভাইরাসে আক্রান্ত ফাইলগুলোর ক্ষেত্রে এ ঘটনা ঘটে। তবে ‘আনলকার’ নামের সফটওয়্যার দিয়ে যেকোনো ফাইল সহজে মোছা (ডিলিট) যাবে। ২১৫ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://bestpctips4u.blogspot.com/2010/04/blog-post_19.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে হবে। এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন যে ফাইলটি মুছতে চান সেটি নির্বাচন করে মাউসের ডান ক্লিক দিয়ে Unlocker অপশনে যান। মেনু থেকে delete নির্বাচন করে OK দিন। যদি অনেকগুলো ফাইল নির্বাচন করে থাকেন, তবে unlock all দিতে হবে। শুধু একটি ফাইল হলে unlock-এ ক্লিক করুন। এখন পুনরায় ডান ক্লিক করে Unlocker/delete/ok দিলেই ফাইলটি মুছে যাবে। এ ছাড়া এই সফটওয়্যারের সাহায্যে একই পদ্ধতিতে যেকোনো ফাইলের নাম পরিবর্তন করতে পারবেন, অন্য জায়গায় সরাতে (মুভ) পারবেন।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment