পরস্পরের মধ্যে ডকুমেন্ট ফাইল আদান-প্রদানের জন্য পিডিএফ ফরম্যাটের ফাইল ব্যবহার করা হয়। সাধারণ ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিট বা স্থিরছবির মতো বিভিন্ন ফরম্যাটের ফাইল পিডিএফে রূপান্তর করে ব্যবহার করা যায়। বিশেষ বিশেষ সুবিধার কারণে দিন দিন এই ফাইল ফরম্যাটটি জনপ্রিয় হচ্ছে। পিডিএফ ফাইল দেখার জন্য এডবির অ্যাক্রোবেট রিডার সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে বড় আকারের সফটওয়্যার হওয়ায় সব কম্পিউটারে এটি ইনস্টল করা থাকে না। বেশ কিছু অনলাইন প্রোগ্রাম রয়েছে, যেগুলি বিনা মূল্যে ব্যবহার করে পিডিএফ ফাইল দেখা যায়। পিডিএফ বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন—
জিমেইল ব্যবহার করে: পিডিএফ ফাইলটি অ্যাটাচমেন্ট হিসেবে জিমেইলে পাঠালে ‘View as HTML’ অথবা ‘View as PDF’ নামের অপশনটি ব্যবহার করে যেকোনো পিডিএফ ফাইল দেখা যাবে।
পিডিএফ এস্কেপ (www.pdfescape.com/pdf/ open/preload.asp): ডেস্কটপের সফটওয়্যার ফক্সইট পিডিএফ রিডারের (FoxIt PDF reader) সব ধরনের আপশন এখানে ব্যবহার করা যাবে। শুধু যে পিডিএফ ফাইল দেখা যাবে, তা নয়। পিডিএফ ফরম পূর্ণ করাসহ সম্পদানার বিভিন্ন কাজ করা যাবে এই ওয়েবসাইট থেকে।
স্লাইড শেয়ার (www.slideshare.net/singleupload): পিডিএফ ফাইল ই-মেইল অ্যাটাচমেন্ট হিরসবে upload@upload.slideshare.net ঠিকানায় পাঠালে অথবা www.slideshare.net ওয়েবসাইট থেকে আপলোড করে দেখা যাবে। এখানে আপলোড করা লিংক অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
জোহো ভিউয়ার (viewer.zoho.com): SlideShare এবং এ সাইটটি একই ধরনের কাজ করে। এ সাইটটি একটি পূর্ণ অনলাইন অফিস স্যুট পাওয়া যায়।
সামুরাস ডেটা (view.samurajdata.se): এ সাইট থেকে পিডিএফ, পোস্টস্ক্রিপ্ট ও ওয়ার্ড ফাইল পড়া যায়। সাইটে সরাসরি আপলোড করে অথবা অন্য কোথাও আপলোড করা ফাইল এখান থেকে পড়া যাবে। নির্দিষ্ট স্থানে ফাইলটির ঠিকানা লিখে দিলে ওয়েব ব্রাউজার থেকেই ফাইলটি দেখা যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment