কম্পিউটার বন্ধ হবে দ্রুত

Thursday, June 17, 2010

কম্পিউটার বন্ধ হতে সময় লাগাটা একটা সমস্যাই।মাঝেমধ্যে এমন ধীর গতিতে বন্ধ হওয়ায় বিরক্ত হন ব্যবহারকারী। এ ধীর গতির কাজটি হয় মূলত উইন্ডোজ প্রত্যেকবার Shutdown হওয়ার সময় এর অভ্যন্তরীণ কিছু টেম্পোরারি পাতা Clear করে দেয়। যার ফলে কম্পিউটার বন্ধ প্রক্রিয়াটি ধীর গতিতে হয়। ইচ্ছে করলে এ প্রক্রিয়াটি বন্ধ করে দ্রুত গতিতে কম্পিউটার বন্ধ করা সম্ভব। এতে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুণ। এ জন্য শুরুতে Start-এ ক্লিক করুন।
এবার Run-এ গিয়ে regedit এবং Enter দিন। এবার আসা Registry Editor থেকে HKEY>LOCAL>MACHINE-এ যান এবং দুইবার ক্লিক করুন।
এবার System-এ গিয়ে Current Control Set-এ দুইবার ক্লিক করুন। এবার Control থেকে Session Manager-এ যান। এবার Memory Management মেনুটি খুঁজে বের করুন। এবার এ মেনু থেকে Clear Page At Shutdown-এ গিয়ে এর ভ্যালু ০ (শূন্য) করে দিন। সবশেষে কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার আপনার কম্পিউটার দ্রুত বন্ধ হবে।
—নুরুন্নবী চৌধুরী

উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনেকেই ব্যবহার করেন। বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটারেই এ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে দেখা যায়। তবে উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেমও আছে। এর নাম রিঅ্যাক্ট।
রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেমে উইন্ডোজে চালানো যায় এমন যন্ত্রাংশেল চালক সফটওয়্যার (ড্রাইভার) ও অন্য প্রোগ্রাম ব্যবহার করা যায়। এটি মূলত উইন্ডোজ এক্সপি ২০০৩ ওপর ভিত্তি করে তৈরি করা। রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেম অনেকটা উইন্ডোজের মতোই। বর্তমানে এটি প্রাথমিক আলফা সংস্করণে রয়েছে এবং এর উন্নয়নকাজ চলছে।তাই এখনও এটি উইন্ডোজের সমকক্ষ নয়। রিঅ্যাক্ট অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টলকরে বা সরাসরি (লাইভ) সিডি থেকেও চালানো যায়। অপারেটিং সিস্টেমটি www.reactos.org ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়া যাবে।পাশাপাশি এর বিস্তারিত তথ্য আছে এ সাইটে।

0 comments:

Post a Comment