দ্রুত বাংলা থেকে ইংরেজি ফন্ট নির্বাচন

Thursday, June 17, 2010

মাইক্রোসফট ওয়ার্ডে লেখার ক্ষেত্রে অনেক সময়েই বাংলা ও ইংরেজি ফন্টে লিখতে হয়। এ ক্ষেত্রে সাধারণত প্রতিবার ফন্ট নির্বাচন করে লিখতে হয়, যার ফলে কাজ দ্রুত হয় না। সাধারণত বাংলা লেখার জন্য প্রথমে কি-বোর্ড থেকে Alt+Ctrl+B চেপে বিজয় ON করে ফন্টের ঘর থেকে যেকোনো বাংলা ফন্ট নির্বাচন করে বাংলা লেখা যায়। এভাবে ফন্ট পরির্বতন করতে যেমন সময় প্রয়োজন, তেমনি সময়ও নষ্ট হয়। মাইক্রোসফট ওয়ার্ডের (১৯৯৭-২০০৩) সংস্করণের জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলে Tools মেনু ক্লিক করে Customize-এ ক্লিক করুন। এবার Customize বক্স থেকে অপশন মেনুর নিচে থাকা Keyboard-এ ক্লিক করুন। এবার Customize Keyboard নামে একটি বক্স থেকে Categories:-এর ঘর থেকে Fonts নির্বাচন করুন এবং দেখুন ডান পাশের Fonts-এর ঘরে আপনার কম্পিউটারে থাকা সব Fonts দেখা যাচ্ছে। এবার Fonts-এর ঘর থেকে প্রয়োজনীয় Font নির্বাচন করুন। এবার Press new shortcut key ঘরে কি-বোর্ড থেকে Ctrl+Alt চেপে আপনার পছন্দের যেকোনো বর্ণ চাপুন এবং দেখুন Press new shortcut key-এর নিচের ঘরে Ctrl+Alt+আপনার নির্বাচিত বর্ণ চলে এসেছে (যেমন Ctrl+Alt+N)। এরপর নিচে বাঁ পাশে Assign-এ ক্লিক করুন। এবার দেখুন Current keys-এর ঘরে শর্টকার্টটি চলে এসেছে। এরপর Close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার লেখার সময় যেকোনো ফন্ট পরিবর্তন করতে ওই শর্টকার্টটি দিয়ে ফন্ট পরিবর্তন করা যাবে দ্রুত। মাইক্রোসফট ২০০৭-এর জন্য Customize Keyboard-এর ঘর বের করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে অফিস বাটনের নিচে Word options-এ, তারপর সেখান থেকে Customize বাটনে ক্লিক করে দেখুন, একদম নিচের দিকে Keyboard shortcuts-এ গিয়ে বাকি কাজটুকু আগের মতো করে নিন।

0 comments:

Post a Comment