র্যাপিড শেয়ার ও মেগা আপলোডের ফাইল সার্চ

Friday, July 9, 2010

ফাইল স্টোর এবং শেয়ারিং সাইট হিসেবে র্যাপিড শেয়ার এবং মেগা আপলোড অনেকেই ব্যবহার করেন। বড় আকারের কোনো ফাইল শেয়ার করার জন্য এই সাইট দুটি ব্যবহৃত হয়। আর তাই সাইট দুটিতে আছে অসংখ্য ফাইল। চাইলে এ সাইট থেকে সহজেই সার্চ করে বের করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ফাইল। তবে সরাসরি সাইট থেকে ফাইল সার্চ করতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এ জন্য প্রথমেwww.filecrop.com ঠিকানার সাইটে যান। বক্সে ফাইলের নাম লিখে সহজেই এ দুটি সাইট থেকে যেকোনো ফাইল সার্চ করতে পারবেন।

0 comments:

Post a Comment