ডেস্কটপের স্ক্রিনশট নেওয়া

Friday, July 9, 2010

ডেস্কটপের কোনো প্রোগ্রাম চালু অবস্থায় অথবা সাধারণ ডেস্কটপের ছবি সংগ্রহ করার জন্য সহজেই স্ক্রিনশট অপশনটি ব্যবহার করতে পারেন। স্ক্রিনশট গ্রহণ করে পরে দেখতে পারেন আপনার ডেস্কটপের আগের চেহারা অথবা কাউকে পাঠিয়ে দিতে পারেন ডেস্কটপের কোনো প্রোগ্রাম চালু অবস্থায় আপনার কম্পিউটারের ভিউর স্ক্রিনশট নেয়ার জন্য কিবোর্ড থেকে Print Screen লেখা বাটনে চাপ দিন। এবার স্টার্ট মেন্যু থেকে পেইন্ট ওপেন করুন। এবার CTRL+V চাপুন। পেইন্ট থেকে ছবিটি ফটো ফরম্যাটে সেভ করে নিন।

0 comments:

Post a Comment