ইয়াহু পাসওয়ার্ড ভুলে গেলে
Friday, October 8, 2010
কোনো কারণে ইয়াহু মেইল পাসওয়ার্ডটি ভুলে গেলেন, আপনি হয়তো ই-মেইল চেক করতে পারছেন না। এখন উপায়! খুব সহজে পাসওয়ার্ডটি পুনারুদ্ধার করা যায় অর্থাত্ ইয়াহু স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবে। সে জন্য ইয়াহু সাইন ইন পেজের ওপরে হেল্পে ক্লিক করুন, পরবর্তী পেজে বাম পাশের পাসওয়ার্ড হেল্পের নিচে ‘রিকোয়েস্ট নিউ পাসওয়ার্ড’-এ ক্লিক করতে হবে। জন্মতারিখ, দেশের নাম নির্বাচন করে ফরগেট ইয়োর পাসওয়ার্ডের বক্সে ইয়াহুর আইডিটি লিখে গেট নিউ পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। ইয়াহু আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে।
Labels:
Mail tips
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment