Friday, October 8, 2010

মডেমের গতি বাড়ানোর উপায়

হয়তো মনে হতে পারে, মডেমটি সঠিকভাবে কাজ করছে না। কিন্তু এখানে Comport-এর বডরেট আপনাকে প্রয়োজনমত সর্বোচ্চ গতিতে কাজ করতে দিতে নাও পারে। পোর্ট স্পিড বাড়ানোর জন্য নিচের কাজগুলো করতে হবে— Start®Setting®Control panelSystem-এ ক্লিক করুন। তারপর ডিভাইস ম্যানেজার ট্যাবে গিয়ে Pont-এর পাশে ‘+’ চিহ্নিত স্থানে ক্লিক করে মডেমের জন্য যে পোর্টটি ব্যবহার করছেন সেটি সিলেক্ট করুন। এবার Properties-এ গিয়ে Port Settings tab-এ ক্লিক করুন এবং ১১৫২০০ বিপিএসএ সেট করুন। এভাবে মডেমের স্পিড বাড়াতে পারেন।

0 comments:

Post a Comment