য়েব পেজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেয়া ওয়েব পেজের স্ক্রিনশট নেয়ার বিভিন্ন সফটওয়্যার আছে। আর মজিলা ফায়ারফক্সের জন্য আছে বিভিন্ন অ্যাড-অন্স। এমনই এক স্ক্রিনশট নেয়ার অ্যাড-অন্স হচ্ছে শুটার। এই অ্যাড-অন্স দ্বারা ওয়েব পেজের সম্পূর্ণ অংশ বা আংশিক অংশের স্ক্রিনশট নেয়া যাবে। আর তা চঘএ এবং JPEG ফরম্যাটে বিভিন্ন মানে সেভ করা যাবে। এজন্য অ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন যে ওয়েব পেজটির স্ক্রিনশট নিতে চান তাতে মাউসের ডান বাটন ক্লিক করে Shoot this page এ ক্লিক করুন অথবা স্ট্যাটারবারের ডানের শুটার আইকনে ক্লিক করুন, তাহলে নতুন উইন্ডোতে ওয়েব পেজটি নির্বাচিত অবস্থায় থাকবে। সম্পূর্ণ পেজ সেভ করতে চাইলে ইমেজ ফরম্যাট পছন্দ করে ঝধাব বাটনে ক্লিক করে সেভ করুন। আর ওয়েব পেজের নির্দিষ্ট অংশ সেভ করতে চাইলে মাউস দ্বারা পছন্দের অংশটুক নির্বাচন করে সেভ করুন। অ্যাড-অন্সটির ঠিকানা https://addons.mozilla.org/en-US/firefox/addon/13485
Friday, October 1, 2010
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment