উইনপিডিএফে ফাইল তৈরি
সফটওয়্যারে পিডিএফে ফাইল তৈরির সময় বেশির ভাগ ক্ষেত্রে বাংলা ফন্টগুলো বক্স হয়ে ভেঙে যায়। ফলে বাংলা ফন্ট দেখা যায় না। উইনপিডিএফ সফটওয়্যারে যেকোনো ফন্ট দিয়েই পিডিএফ ফাইল তৈরি করা সম্ভব। এ জন্য প্রথমে www.winpdf.com সাইট থেকে উইনপিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার যে ফাইলটি পিডিএফ করতে চান, সেটি খুলে প্রিন্ট (Ctrl+P) কমান্ড চাপুন। প্রিন্টার হিসেবে WinPdf Writer নির্বাচন করুন। এবার পিডিএফ হিসেবে ফাইলটির নাম লিখে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করুন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment