মাইক্রোসফট ওয়ার্ডে শব্দ গণনা

Sunday, November 21, 2010


মাইক্রোসফট ওয়ার্ডে যেকোনো ফাইলে কত অক্ষর ও শব্দ লেখা আছে, তা সহজেই গণনা করা সম্ভব। এ জন্য ফাইলটির টেঙ্টের শুরুতে কার্সর রেখে Tool > Word Count সিলেক্ট করুন। আপনার নির্ধারিত ফাইলটিতে কত অক্ষর বা শব্দ লেখা আছে, তা দেখা যাবে। এ ছাড়া ফাইলটির নির্দিষ্ট টেঙ্টের অক্ষর বা শব্দ জানতে নির্দিষ্ট টেঙ্ট সিলেক্ট করুন। এরপর Tool > Word Count সিলেক্ট করুন।

join in mfacebook

0 comments:

Post a Comment