এক্সপ্লোরারে সংরক্ষিত তথ্য মুছা

Sunday, November 21, 2010

কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় ওয়েবসাইটটির ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট এক্সপ্লোরারে সংরক্ষণ করা হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার ভিজিট করা ওয়েবসাইটগুলোর ঠিকানা এঙ্প্লোরার থেকে মুছে ফেলতে পারেন। এ জন্য ইন্টারনেট এঙ্প্লোরারের tools থেকে internet option-এ প্রবেশ করে Advanced বাটনে ক্লিক করুন। এবার অনেক অপশন পাবেন। অপশনগুলোর একেবারে নিচে যান এবং empty temporary internet files folder when browser is closed-এ ক্লিক করে ok চাপুন।

join on facebook

0 comments:

Post a Comment