কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় ওয়েবসাইটটির ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট এক্সপ্লোরারে সংরক্ষণ করা হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার ভিজিট করা ওয়েবসাইটগুলোর ঠিকানা এঙ্প্লোরার থেকে মুছে ফেলতে পারেন। এ জন্য ইন্টারনেট এঙ্প্লোরারের tools থেকে internet option-এ প্রবেশ করে Advanced বাটনে ক্লিক করুন। এবার অনেক অপশন পাবেন। অপশনগুলোর একেবারে নিচে যান এবং empty temporary internet files folder when browser is closed-এ ক্লিক করে ok চাপুন।
join on facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment