উইন্ডোজ সিডি কি

Tuesday, January 18, 2011

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে সিডি কির (CD key) প্রয়োজন হয়। সাধারণত উইন্ডোজের সিডির প্যাকেটের গায়ে CD key লেখা থাকে। অনেক ক্ষেত্রে প্যাকেটটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে সিডি কির জন্য ওই সিডিটি কম্পিউটারে প্রবেশ করান। এবার CD থেকে browse করে খুঁজে I386 নামের ফোল্ডারটি বের করে খুলুন। এ ফোল্ডারের ভেতরে unattended.txt নামের একটি ফাইল রয়েছে। এবার notepad দিয়ে ফাইলটি খুলুন। এখানে CD key পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment