সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই ভালো আছেন।দীর্ঘ অনেক দিন পর আজ টিউন করতে বসলাম আর বসেই টের পেলাম টাইপিং স্পীড কতটা কমে গেছে।কমলে বাড়বে তা নিয়ে দুঃশ্চিন্তা করিনা কিন্তু অসুস্থতার কারনে এই গ্যাপটুকু মেনে নিতে পারিনা মন থেকে।যাইহোক সবার দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের টিউন।
আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করতে চলেছি তার নাম BATCH PHOTO PRO V2.7.1.0. ছোট্ট কিন্তু বহু কাজের কাজি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের দৈনন্দিন কাজে কোন না কোন সময় কাজে লাগবেই।

এবার আসুন চিত্রের মাধ্যমে এবং কিছু কথার মাধ্যমে এই সফটওয়্যারের বিশাল কার্যাবলি থেকে কিছু কিছু কাজ আমরা জানি।যেতেতু সফটওয়্যারটির নাম ব্যাচ ফটো সেহেতু এর কাজ ফটো কেন্দ্রিক হবে সেটাই স্বাভাবিক।প্রথমেই এর একটি পরিপূর্ণ ছবি দেখি

প্রথমেই ১ নাম্বারে দেখানো স্থানে ক্লিক করে আপনি আপনার কাংখীত ছবিটি আপলোড করে নিবেন।এবার সরাসরি ২ কিংবা ৩ নাম্বারেও ক্লিক করতে পারেন।আর ৩ নাম্বারে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন আপনার ছবিটি আপনি কি করতে চান।এখানে মোট ৪০ ধরনের অপশন আছে।অর্থাৎ ছবিকে আপনি ৪০ ধরনের কাজে সম্পৃক্ত করতে পারবেন।এই ৪০ শের মদ্ধ্যে annotet ৪টি,touch-up ১০টি, transfrom ৮টি এবং effects ১৮টি।তাহলে দেখা যাক এর ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলোর অংশ বিশেষ।
এর মাধ্যমে আপনার ছবির উপর আপনি যে কোন ধরনের কমেন্টস যোগ করতে পারবেন।লিখতে পারবেন শুভেচ্ছা মূলক কিছু কিংবা ফানি যা প্রিয়জনদের মনে অনন্দ জোগাবে।
এর মাধ্যমে আপনি আপনার ছবির আলো কম কিংবা বেশী করতে পারবেন যা আপনার ছবির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করবে।আলোর কম কিংবা বেশীতে অনেক সুন্দর ছবিও অসুন্দর হয়ে যায়।
আপনার প্রিয় ছবিটির চারপাশে তৈরী করতে পারবেন নানা রঙের ফ্রেম জাতীয় বর্ডার যা আপনার ছবিতে এনে দেবে বাড়তি আকর্ষন।
এর মাধ্যমে আপনি তৈরী করতে পারবেন আপনার প্রিয় ছবিটির স্কেচ এবং তা কতটা গাঢ় কিংবা স্বচ্ছ হবে তাও নির্বাচন করতে পারবেন নিজের হাতে।অর্থাত আপনার পছন্দমত।আর কি চাই?
দেখুন এর মাধ্যমে ভিতরের লেখাটিকে কি ভাবে বাঁকা করা হয়েছে।কতটুকু বাঁকা করবেন তার ক্ষমতাও দেয়া আছে আপনার হাতে।প্রথম ছবিটি দেখুন।কমেন্টসে যা লিখলেন তা দৃষ্টিনন্দন করে ফুঁটিয়ে তুলতে করলেনই বা একটু বাঁকা।কে জানে আপনার কারিগরি ক্ষমতা দেখে আপনি নিজেই হয়তো অবাক হবেন।
প্রতিটি টিউনার মাত্রই আমরা এই thumbnail শব্দটির সাথে পরিচিত।সারা জীবন তো টেকটিউনসের জন্যই thumbnail বানালেন।এবার নিজের প্রিয় ছবিটির thumbnail নিজে বানিয়ে নিজেই নিজেকে বাহবা দিন।
এর কাজটাকে যে কিভাবে বর্ণনা করবো বুঝতে পারছি না।লক্ষ্য করে দেখুন ছবিটাকে কিভাবে ঘোলা ঘোলা করা হয়েছে blur মাধ্যমে।কতটুকু ঘোলা ঘোলা করবেন তার নিয়ন্ত্রন আপনার হাতেই।
খুব সম্ভব এর মাধ্যমে আপনার ছবির বিশেষ বিশেষ অংশগুলো আরো স্পষ্ট করে বিভিন্ন রঙের সংমিশ্রনে ফুঁটিয়ে তুলতে পারবেন।

এর মাধ্যমে আপনার ছবিটি বিভিন্ন সাইজে ছোট কিংবা বড় করতে পারবেন।যতটুকু ছোট কিংবা বড় আপনার মন চায় ঠিক ততটুকুই।
এর মাধ্যমে আপনি আপনার ছবিটিকে প্রয়োজন মত ঘুরিয়ে নিন যতটুকু আপনার দরকার।
এরকম ৪০টির মধ্যে আমি মাত্র ১০টি দেখালাম।বাকিগুলো দেখাতে গেলে মহাটিউন হয়ে যাবে।আপ্নাদের বিরক্তির সীমাও থাকবে না হয়তো।উল্লেখ্য যে আপনারা এক সঙ্গে অনেকগুলো ফিল্টার যোগ করতে পারবেন।এমন নয় যে এক এক করে যোগ করতে হবে।প্রতিটি ফিল্টার যোগের পর তার প্রিভিউ দেখতে পারবেন।পছন্দ না হলে বাতিলও করতে পারবেন ফিল্টারটি।
যাইহোক পছন্দমত ফিল্টার যোগের পর নেক্সট ক্লিক করে এগিয়ে যান

ফোল্ডার সিলেক্ট করুন কোথায় গিয়ে সেভ হবে আপনার তৈরীকৃত প্রজেক্টটি।এবং কোন ফরম্যাটে সেভ হবে সেটাও সিলেক্ট করুন।অকল্পনিয় হলেও সত্য যে আপনি ৭০ রকম ফরম্যাটে আপনার ফাইলটি সেভ করতে পারবেন যেগুলোর নাম আপনি জীবনেও শোনেননি।আমি প্রধান কয়েকটির নাম উল্লেখ্য করছি।BPM,EPS,PICT,GIF,JPG,PDF,PNG,PSD,TIF,HTML,INFO ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি।এবার process লেখাটিতে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার প্রজেক্ট।
এবার ডাউনলোডের পালা।ভয় নেই আপনার সামর্থের ভিতরেই আছে ।মাত্র ৮.৬৫ মেগাবাইট।ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে।
ডাউনলোড শেষে ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে প্যাচ ফাইলটি start – my computer – local disk c -programs – batch photo তে ক্লিক করে ফাইলটি খুলুন।এবার প্যাচ ফাইলটি ধুকিয়ে দিয়ে ২ বার ক্লিক করুন।কাজ শেষ।






যাইহোক সবাইকে অগ্রীম বিশ্বকাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।ভালো থাকবেন সবাই।

আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করতে চলেছি তার নাম BATCH PHOTO PRO V2.7.1.0. ছোট্ট কিন্তু বহু কাজের কাজি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের দৈনন্দিন কাজে কোন না কোন সময় কাজে লাগবেই।

এবার আসুন চিত্রের মাধ্যমে এবং কিছু কথার মাধ্যমে এই সফটওয়্যারের বিশাল কার্যাবলি থেকে কিছু কিছু কাজ আমরা জানি।যেতেতু সফটওয়্যারটির নাম ব্যাচ ফটো সেহেতু এর কাজ ফটো কেন্দ্রিক হবে সেটাই স্বাভাবিক।প্রথমেই এর একটি পরিপূর্ণ ছবি দেখি

প্রথমেই ১ নাম্বারে দেখানো স্থানে ক্লিক করে আপনি আপনার কাংখীত ছবিটি আপলোড করে নিবেন।এবার সরাসরি ২ কিংবা ৩ নাম্বারেও ক্লিক করতে পারেন।আর ৩ নাম্বারে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন আপনার ছবিটি আপনি কি করতে চান।এখানে মোট ৪০ ধরনের অপশন আছে।অর্থাৎ ছবিকে আপনি ৪০ ধরনের কাজে সম্পৃক্ত করতে পারবেন।এই ৪০ শের মদ্ধ্যে annotet ৪টি,touch-up ১০টি, transfrom ৮টি এবং effects ১৮টি।তাহলে দেখা যাক এর ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলোর অংশ বিশেষ।
comments

brightness

border

charcoal

wave

thumbnail

blur

levels

resize advance

এর মাধ্যমে আপনার ছবিটি বিভিন্ন সাইজে ছোট কিংবা বড় করতে পারবেন।যতটুকু ছোট কিংবা বড় আপনার মন চায় ঠিক ততটুকুই।
rotate

এরকম ৪০টির মধ্যে আমি মাত্র ১০টি দেখালাম।বাকিগুলো দেখাতে গেলে মহাটিউন হয়ে যাবে।আপ্নাদের বিরক্তির সীমাও থাকবে না হয়তো।উল্লেখ্য যে আপনারা এক সঙ্গে অনেকগুলো ফিল্টার যোগ করতে পারবেন।এমন নয় যে এক এক করে যোগ করতে হবে।প্রতিটি ফিল্টার যোগের পর তার প্রিভিউ দেখতে পারবেন।পছন্দ না হলে বাতিলও করতে পারবেন ফিল্টারটি।
যাইহোক পছন্দমত ফিল্টার যোগের পর নেক্সট ক্লিক করে এগিয়ে যান

ফোল্ডার সিলেক্ট করুন কোথায় গিয়ে সেভ হবে আপনার তৈরীকৃত প্রজেক্টটি।এবং কোন ফরম্যাটে সেভ হবে সেটাও সিলেক্ট করুন।অকল্পনিয় হলেও সত্য যে আপনি ৭০ রকম ফরম্যাটে আপনার ফাইলটি সেভ করতে পারবেন যেগুলোর নাম আপনি জীবনেও শোনেননি।আমি প্রধান কয়েকটির নাম উল্লেখ্য করছি।BPM,EPS,PICT,GIF,JPG,PDF,PNG,PSD,TIF,HTML,INFO ইত্যাদি,ইত্যাদি,ইত্যাদি।এবার process লেখাটিতে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার প্রজেক্ট।
এবার ডাউনলোডের পালা।ভয় নেই আপনার সামর্থের ভিতরেই আছে ।মাত্র ৮.৬৫ মেগাবাইট।ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে।
ডাউনলোড শেষে ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে প্যাচ ফাইলটি start – my computer – local disk c -programs – batch photo তে ক্লিক করে ফাইলটি খুলুন।এবার প্যাচ ফাইলটি ধুকিয়ে দিয়ে ২ বার ক্লিক করুন।কাজ শেষ।
ফটোশপ প্লাগইনস

alien skin blowup 2.1
—————————————

altostrom panorama corrector
——————————————

digital film tools photocopy v1.0
————————————————-

pixel genius photokit.color 2.1
———————————————-

redfield photoshop plugins 2
—————————————————

topaz remask
সতর্কবানী
প্লাগইনস গুলো আমার দ্বারা পরীক্ষিত নয়।তবে প্রতিটির সাথে সিরিয়াল কিংবা প্যাচ আছে।যারা ডাউনলোড করবেন নিজ দায়িত্বে করবেন।এই টিউনটি লিখতে বসে মনে মনে তওবা পড়তে ইচ্ছে করছিলো যে আগামী ১০০ বছর আর টিউন করবো না।কিছুক্ষন পর পর ooops …………লেখাটি এসে আমার লিখিত ডেটা মুছে দিয়ে যায়।আবার নতুন করে লিখতে হয় মুছে যাওয়া ডেটাগুলো।৩ বার এমন হলো।যাইহোক সবাইকে অগ্রীম বিশ্বকাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।ভালো থাকবেন সবাই।

দেখি কে ঠ্যাকায়।
0 comments:
Post a Comment