


কি কভার পৃষ্টা দেখে পড়তে ইচ্ছা করছে। এখানে থেকে ডাউনলোড করুন

হুমায়ন আহমেদ এর আত্নজীবনী মূলক বই ফাউনটেনপেন। দিন দিন হুমায়ন আহমেদর এর লেখাগুলো যেন কেমন যেন হয়ে যাচ্ছে। আগের মত আমেজ নেই। লেখার মধ্যে একটা ব্যাবসা ব্যাবসা গন্ধ পাই। তবুত্ত পাড়তে ভাল লাগে। পাঠকদের যাদুর মত আকর্ষন করে রাখার ক্ষমতা আছে এই মানুষটার। আসলেই জাদু জানে এই মানুষটা । লেখার জাদু।হুমায়ন আহমেদর এর বই ফাউনটেনপেন ডাউনলোড করে পড়ে দেখতে পারেন নিজের জীবন কথা তুলে ধরেছেন

0 comments:
Post a Comment