Beautiful Bangladesh প্রামান্য চিত্র

Thursday, February 17, 2011


MAQ00001 preview Beautiful Bangladesh প্রামান্য চিত্র  | Techtunesআজ সন্ধ্যার আকাশে যেন শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বের অসংখ্য মানুষ আজ বাংলাদেশকে নতুন করে দেখেছে চিনেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশের পর্যটন শিল্প তথা কৃষ্টি কালচার নিয়ে প্রচারিত প্রামান্য চিত্রটি। অনেকেই দেথেছেন আবার অনেকে মিস করেছেন। কিন্তু বার বার দেখতে মন চাইছে আমার মত অসংখ্য বাঙালীর। দেশের এবং বাহিরের সবার মাথা আজ উচু হয়ে গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। ১৯৭১ সালে স্বাধীনতা এসেছে এই বাঙালীর হাত ধরেই। এরই ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীন। মুক্ত আকাশের নিচে আজ ধ্বনিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ । অসংখ্য আতশবাজির মতই আজ আমরা উজ্বল সারা বিশ্বের সামনে। আসুন আমরা আবার দেখি সেই Beautiful Bangladesh প্রামান্য চিত্রটি। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা যোগাই যে যেখানে আছি সেখান থেকেই।

Beautiful Bangladesh

—-ডাউনলোড —-


0 comments:

Post a Comment