প্রোগ্রামার ও ডেভেলোপারদের জন্য দুটি এডিটর

Thursday, February 17, 2011

সকল প্রোগ্রামার ও ডেভেলোপারদেরকে প্রায় সময়  source code এডিট বা নতুন কোড লিখতে  হয়। source code এডিট করার অনেক এডিটর রয়েছে, আমার কাছে যেটা ভালো লাগছে তা হল Notepad++ প্রায় অনেকেই ড্রীমওয়েবারের মত বিশাল সফটওয়ার ব্যবহার করে।
কিন্তু যাদের কম্পিউটারের কনফিগারেশন নিম্ন মানের তারা ড্রীমওয়েবার ব্যবহার করতে পারেনা। তার উপর ড্রীমওয়েবার ফ্রী না। কিনে অথবা ক্র্যাক করে ব্যবহার করতে হয়। আর যাদের কাছে ড্রীমওয়েবার বা এ রকম কোন সফট নেই তারা নোট প্যাড দিয়েই কাজ চালিয়ে যায়। কিন্তু আমাদের মতদের জন্য রয়েছে Notepad++ এর মত ফ্রী সফটোয়ার।
Notepad++ দিয়ে আপনি সাধারন টেক্সট ফাইল, Ada, Assembly,C,C++, JAVA, Phython, Rubi.C#,PHP, HTM,CSS সহ এ পর্যন্ত জনপ্রিয় সকল প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ ও স্ক্রিপ্টীং ল্যঙ্গুয়েজ এডিট করতে পারবেন। এটির মধ্যে প্লাগইন্স যোগ করে পাবেন বাড়তি সুবিধা। সাইজ ও কম, মাত্র ৫.২৮ মেগা বাইট।

Notepad++ ডাউনলোড লিঙ্কঃ download
আরেক টি এডিটর হচ্ছে Programmer's Notepad । এটা দিয়ে ও আপনি আপনার সোর্স কোড গুলো এডিট করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ
প্রোটেবল ভার্সনঃ download

0 comments:

Post a Comment