আপনার ব্লগের বা সাইটের ভিজিটরদের সাথে কথা বলুন লাইভ চ্যাটের মাধ্যমে

Friday, February 11, 2011

আপনার যদি নিজস্ব কোন সাইট থাকে বা ব্লগ থাকে তাতে আপনি ভিজিটর দের সাথে কথা বলার জন্য ইন্সট্যান্ট চ্যাট বক্স সংযুক্ত করতে পারেন।অনেক সময় অনেক ভিজিটর ব্লগ বা সাইটের বিভিন্ন বিষয় নিয়ে সাইট Owner এর সাথে পরামর্শ বা সাহায্য করতে চায়। সেক্ষেত্রে ইন্সট্যান্ট চ্যাট বক্স সবচেয়ে ভাল উপায়।ইন্সট্যান্ট চ্যাট বক্স অনেক গুলো আছে তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে Zopim চ্যাট বক্স।এটা যোগ করা করাও খুব সোজা।এ সার্ভিসটির একটি অনন্য গুণ হচ্ছে আপনি চাইলে আপনার ব্লগে বা সাইটে ভিজিটর ঢুকলেই টের পাবেন এবং তাকে ম্যাসেজ পাঠাতে পারবেন বা ভিজিটরও আপনি অনলাইনে থাকলে দেখতে পাবে।এর আরো কিছু সুবিধা হলোঃ-
  • চ্যাট বক্স এর ডিজাইন আপনি নিজে করতে পারবেন।
  • ভিজিটর এর আইপি-হোস্টনেম,দেশ ,ব্রাউজার বা কোন লিঙ্ক এ আছে তা দেখতে পাবেন।
  • আপনি চাইলে আপনার সাইটে অন্য কাউকে এজেন্ট বানিয়ে দিতে পারবেন যাতে আপনার অনপুস্থিতিতে সেও ভিজিটর দের সাথে চ্যাট করতে পারে।কর্পোরেট কোম্পানির সাইট বা নিজস্ব প্রোডাক্টের ব্যবসা সংক্রান্ত সাইট যাদের আছে তাদের জন্য এ সার্ভিসটি খুবই আকর্ষনীয়।ফ্রি একাউন্ট এ সর্বোচ্চ ৮ জন এজেন্ট বানাতে পারবেন।
  • কোনো ইউজার স্প্যামিং করলে তার আইপি সহ ব্যান করা যায় যাতে পুনরায় চ্যাট না করতে পারে।
  • আপনি বা এজেন্ট চাইলে অফলাইন বা Away মুডেও থাকতে পারেন।
  • চ্যাট হিস্টোরী দেখতে পাবেন।
  • রেফারেল এর মাধ্যমে ক্রেডিট(?) আয় করতে পারেন।
তবে এ সাইটে এজেন্ট হিসেবে চ্যাট করার জন্য আপনাকে বা এজেন্টকে ওই সাইটে লগিন অবস্থায় থাকতে হবে এবং ড্যাসবোর্ড থেকে এজেন্ট হিসেবে চ্যাট করতে হবে।ফলে সাইটের অন্য ব্যবহারকারীরা এই চ্যাটিং দেখতে পাবে না।এর জন্য সাইটে আলাদা কোনো জায়গা লাগে না।ব্রাউজারের ফুটারের সাথে এটি সংযুক্ত অবস্থায় থাকে।আপনি বা এজেন্ট অনলাইনে থাকলে তা দেখাবে আর অফলাইনে থাকলে ম্যাসেজ হিসেবে লেখাটি পাঠাতে পারবে।
Chat box আপনার ব্লগের বা সাইটের ভিজিটরদের সাথে কথা বলুন লাইভ চ্যাটের মাধ্যমে | Techtunes


রেজিস্ট্রেশান ও সেটাপঃ

প্রথমে এখানে (রেফারেল এ বিষয়টি আমি বুজতে পারি নাই,টেস্ট করার জন্য দিলাম)গিয়ে রেজিস্ট্রেশান করুন।আপনার মেইল এড্রেসে একটি কনফার্মেশান মেইল পাবেন সেটি থেকে ড্যাসবোর্ড এর URL এ ক্লিক করে পাঠানো পাসওয়ার্ড সহকারে লগিন করলেই সেটিংস অপশান পেয়ে যাবেন ।
Settings আপনার ব্লগের বা সাইটের ভিজিটরদের সাথে কথা বলুন লাইভ চ্যাটের মাধ্যমে | Techtunes
এখান থেকে আপনি চ্যাটবক্সটিকে নিয়ন্ত্রন করতে পারবেন।ব্লগারে এই বক্স যোগ করার জন্য আপনাকে দেয়া কোড গুলো কপি করে Design > Add a Gadget >HTML/JavaScript এ  গিয়ে পেস্ট করে টাইটেল বারটি ফাকা রেখে সেভ করুন।ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইট এ যারা HTML এডিট এ অভিজ্ঞ তারা একই ভাবে যোগ করতে পারবেন।

0 comments:

Post a Comment