- চ্যাট বক্স এর ডিজাইন আপনি নিজে করতে পারবেন।
- ভিজিটর এর আইপি-হোস্টনেম,দেশ ,ব্রাউজার বা কোন লিঙ্ক এ আছে তা দেখতে পাবেন।
- আপনি চাইলে আপনার সাইটে অন্য কাউকে এজেন্ট বানিয়ে দিতে পারবেন যাতে আপনার অনপুস্থিতিতে সেও ভিজিটর দের সাথে চ্যাট করতে পারে।কর্পোরেট কোম্পানির সাইট বা নিজস্ব প্রোডাক্টের ব্যবসা সংক্রান্ত সাইট যাদের আছে তাদের জন্য এ সার্ভিসটি খুবই আকর্ষনীয়।ফ্রি একাউন্ট এ সর্বোচ্চ ৮ জন এজেন্ট বানাতে পারবেন।
- কোনো ইউজার স্প্যামিং করলে তার আইপি সহ ব্যান করা যায় যাতে পুনরায় চ্যাট না করতে পারে।
- আপনি বা এজেন্ট চাইলে অফলাইন বা Away মুডেও থাকতে পারেন।
- চ্যাট হিস্টোরী দেখতে পাবেন।
- রেফারেল এর মাধ্যমে ক্রেডিট(?) আয় করতে পারেন।

রেজিস্ট্রেশান ও সেটাপঃ
প্রথমে এখানে (রেফারেল এ বিষয়টি আমি বুজতে পারি নাই,টেস্ট করার জন্য দিলাম)গিয়ে রেজিস্ট্রেশান করুন।আপনার মেইল এড্রেসে একটি কনফার্মেশান মেইল পাবেন সেটি থেকে ড্যাসবোর্ড এর URL এ ক্লিক করে পাঠানো পাসওয়ার্ড সহকারে লগিন করলেই সেটিংস অপশান পেয়ে যাবেন ।
এখান থেকে আপনি চ্যাটবক্সটিকে নিয়ন্ত্রন করতে পারবেন।ব্লগারে এই বক্স যোগ করার জন্য আপনাকে দেয়া কোড গুলো কপি করে Design > Add a Gadget >HTML/JavaScript এ গিয়ে পেস্ট করে টাইটেল বারটি ফাকা রেখে সেভ করুন।ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইট এ যারা HTML এডিট এ অভিজ্ঞ তারা একই ভাবে যোগ করতে পারবেন।
0 comments:
Post a Comment