ব্লগের লেখা কপি করা বন্ধ করুন ।

Friday, February 11, 2011

বিসমিল্লহাহির রাহমানের রাহীম। সবাইকে সালাম জানিয়ে আমার প্রথম লেখা শুরু করছি । এই সাইটে আমার অনে্ক  ওস্তাদ রয়েছে তাদের প্রতি সম্মান জানাচ্ছি ,আমি কিছুদিন নিজের একটি ব্লগে লেখালেখি শুরু করে ছিলাম কিন্তু কপি পেস্ট কারণে লেখা বন্ধ করে দিয়েছিলাম ।পরে আমী এই পদ্ধতি ব্যাবহার করছি ,আপনারা চাইলে BLOGGER এটা ব্যাবহার করতে পারেন ।
  • প্রথমে BLOGGER এ লগইন করুন
  • এবার DESIGN ক্লীক করুন এবার EDIT HTML ক্লীক করুন
  • এরপর Edit Template যান ,
  • যে কোনো টেম্পলেট কণ্টেন এর শুরু বা শেষে এই কোড বসান
http://www.poorchilds.com">BANGLADESHI POOR CHILDREN
কোথায় বসাবেন এ নিয়ে নতুনদের জণ্য নমুনা দেখানো হল

মাঝামাঝি এখানে কোড বসাতে হবে
এবার দেখুন কপি ও পেস্ট একেবারে বন্ধ । অবশেষে আপনাদের মতামতের আশায় রইলাম ।

0 comments:

Post a Comment