সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি সবাই ভালো আছেন আর প্রত্যাশাও তাই।টেকটিউনসে বোধহয় একটু অনিয়মিত হয়ে গেছি।সময় স্বল্পতার কারনে আমার এই অক্ষমতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বিশ্বাস আমার আছে।আর আছে বলেই অনিয়মিত হলেও টিউন করছি।তাছাড়া আমার টিউন করা মানে একটা বিশাল ব্যাপার।যদি লিঙ্ক শেয়ার করতে পারতাম তাহলে বোধহয় এত সমস্যা হতো না।যেমন ধরুন আজকে যা নিয়ে টিউন করছি শুধু তার হটফাইল কিংবা রেপিডশেয়ারের লিঙ্কটা দিয়ে দেয়া।তাহলে থাকতো না কোন ঝামেলা।কিন্তু এভাবে টিউন আমি কখনো করতে চাইনি বলেই নিজের ধরা নিজেই খেয়েছি।আমার মূল উদ্দেশ্য সবাই যেন সুন্দরভাবে জিনিসটা ডাউনলোড করে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারে।আমি আমার লক্ষ্যে কতটুকু সফল তার বিচারের দায়ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম।আশা করছি আপ্নারা সবাই এক একজন ন্যায্য বিচারকের ভূমিকায় অবতীর্ন হবেন।অনেক বকবক করলাম।ভুল হলে ক্ষমা প্রার্থনা করছি।

আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করবো তার নাম MAGIX audio cleaning lab 17 deluxe.প্রথমেই বলে রাখছি সফটওয়্যারটি সকলের নয়,কারো কারো প্রয়োজন।শুধু যাদের প্রয়োজন তারাই ডাউনলোডে এগিয়ে আসুন।বাকিরা দয়া করে অপেক্ষা করুন পরবর্তীতে যা আসছে তা হয়তো আপনারই জন্য।কাজেই অধৈর্য্য হবেন না।
আমি জানি না এই সফটওয়্যারটির কার্যাবলী কতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো।আসলে এসব সফটওয়্যারের কার্যাবলী বর্ননা করা এক দূরুহ ব্যাপার।তারপরেও আমি যতটুকু বুঝতে পেরেছি তা তুলে ধরতে চেষ্টা করছি আপনাদের সামনে।
আসুন প্রথমেই জানি কি ধরনের সাউন্ড আমরা ক্লিনিং মানে পরিষ্কার করতে পারবো।

এখানে প্রশ্ন আসতে পারে অডিও টেপ রেকর্ডারের গান আমরা কি ভাবে পরিষ্কার করতে পারবো।আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের কোন ডিভাইস মানে টেপ রেকর্ডারের সঙ্গে পিসির সংযোগ স্থাপনকারী কোন জ্যাক আপনাদের কিনতে হতে পারে।তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সফটওয়্যারটির প্রতিটি অপশনের তাৎক্ষনিক টিউটরিয়াল আপনারা পাবেন।এছাড়াও রয়েছে পিডিএফ গাইড যাতে দেয়া আছে ব্যাবহারের বিস্তারীত নিয়মাবলি।তারপরেও আপনাদের সুবিধার্থে এই সফটওয়্যারটির অফিসিয়াল সাইটের ঠিকানাটা আমি দিলাম।ঘুরে আসুন এদের অফিস থেকে তাতে জানতে পারবেন আপনার প্রশ্নের সমস্ত সমাধান।

উল্লেখ্য যে এখানে আপনি ভিডিও টিউটোরিয়ালও পাবেন।
এবার আসুন সফটওয়্যারটির একটি পরিপূর্ণ ছবি দেখি।


এবার জানি এখানে আসলে কি ধরনের সাউন্ড পরিষ্কারের কথা বলা হয়েছে।আপনি হেমন্ত কিংবা মান্নাদের একটা সিডি চালু করুন।দেখুন পুরাতন গান হওয়ার কারনে কত রকম আজব সাউন্ড গানটির সাথে যুক্ত হয়ে আছে।বৃষ্টির মত শব্দ,শো শো শব্দ ইত্যাদি নানা রকমের শব্দ।আপনি এভাবে গানটি শুনেই অভ্যস্ত তাই এতদিন কিছু মনে হয়নি।এবার সময় এসেছে এসব শব্দ মুছে ফেলে পরিষ্কার mp3 গান তৈরী করার।দেখুন পরিবর্তনটা কেমন।ধরুন আপনি কবিতা আবৃতি করলেন কিংবা গান গাইলেন এবং তা আপনার পিসিতে সেভ করলেন।১০০% পরিষ্কার সাউন্ড কি আপনি পাবেন? না তা কখনোই সম্ভব নয়।আর সে অসম্ভবকে সম্ভব করাটাই MAGIX audio cleaning lab 17 deluxe এর কাজ।
আসুন ছবির মাধ্যমে দেখি কি ভাবে কাজ করে সফটওয়্যারটি।এর প্রতিটি অপশন ব্যবহারের আগে এবং পরে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হবে তা শোনানোর ব্যবস্থা আছে।অর্থাৎ আপনার সাউন্ড কোয়ালিটি আগে কেমন এবং পরে কেমন হবে তা ফাইনাল করার আগেই জানতে পারবেন।এর প্রতিটি অপশন সিলেক্ট করুন এবং পরিবর্তনটা দেখুন before এবং after এ ক্লিক করে






লক্ষ্য করেছেন হয়তো প্রতিটি অপশনের সঙ্গেই বিস্তারীত টিউটোরিয়াল দেয়া আছে ডান পার্শ্বে।আর তাই ব্যবহারে অসুবিধা না হওয়ারই কথা।
এবার ডাউনলোডের কথায় আসি।টোটাল ১৪৬ মেগাবাইটের এই সফটওয়্যারটিকে ডাউনলোডের সুবিধার্থে ২ খন্ডে বিভক্ত করেছি এবং মিডিয়া ফায়ারে আপলোড করেছি।
আবার কেউ যদি মনে করেন আমি পুরো পার্ট একসঙ্গে ডাউনলোড করবো সে ক্ষেত্রেও আমি আপনাদের সুবিধার কথা বিবেচনা করে অখন্ড ভাবে আপলোড করেছি।আপনারা সরাসরি ১৪৬ মেগাবাইটের সফটওয়্যারটি নামাতে পারেন মিডিয়া ফায়ার থেকে।
ঝটপট ইন্সটল করুন।ইন্সটলের পর প্যাচ ফাইলটি START >>> MY COMPUTER >>> LOCAL DISK C >>> PROGRAMS >>> MAGIX >>> AUDIO CLEANING LAB 17 DELUXE এ ক্লিক করে প্যাচ ফাইলটি প্রবেশ করান এবং ক্লিক করে রান করান।ঝামেলা শেষ।
ও হ্যাঁ বলতে ভুলে গেছি এই সফটওয়্যারটি দিয়ে আপনি সিডি লেবেলও তৈরী করতে পারবেন আপনার পছন্দ মত।

আজ এই পর্যন্তই।আগামীতে দেখা হবে এই টেকটিউনসের মাঠেই কোন এক নিঝুম রাতে।সে পর্যন্ত বিদায়।সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।।।


আজ আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করবো তার নাম MAGIX audio cleaning lab 17 deluxe.প্রথমেই বলে রাখছি সফটওয়্যারটি সকলের নয়,কারো কারো প্রয়োজন।শুধু যাদের প্রয়োজন তারাই ডাউনলোডে এগিয়ে আসুন।বাকিরা দয়া করে অপেক্ষা করুন পরবর্তীতে যা আসছে তা হয়তো আপনারই জন্য।কাজেই অধৈর্য্য হবেন না।
আমি জানি না এই সফটওয়্যারটির কার্যাবলী কতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো।আসলে এসব সফটওয়্যারের কার্যাবলী বর্ননা করা এক দূরুহ ব্যাপার।তারপরেও আমি যতটুকু বুঝতে পেরেছি তা তুলে ধরতে চেষ্টা করছি আপনাদের সামনে।
আসুন প্রথমেই জানি কি ধরনের সাউন্ড আমরা ক্লিনিং মানে পরিষ্কার করতে পারবো।

এখানে প্রশ্ন আসতে পারে অডিও টেপ রেকর্ডারের গান আমরা কি ভাবে পরিষ্কার করতে পারবো।আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের কোন ডিভাইস মানে টেপ রেকর্ডারের সঙ্গে পিসির সংযোগ স্থাপনকারী কোন জ্যাক আপনাদের কিনতে হতে পারে।তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সফটওয়্যারটির প্রতিটি অপশনের তাৎক্ষনিক টিউটরিয়াল আপনারা পাবেন।এছাড়াও রয়েছে পিডিএফ গাইড যাতে দেয়া আছে ব্যাবহারের বিস্তারীত নিয়মাবলি।তারপরেও আপনাদের সুবিধার্থে এই সফটওয়্যারটির অফিসিয়াল সাইটের ঠিকানাটা আমি দিলাম।ঘুরে আসুন এদের অফিস থেকে তাতে জানতে পারবেন আপনার প্রশ্নের সমস্ত সমাধান।

অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে চাপুন
এবার আসুন সফটওয়্যারটির একটি পরিপূর্ণ ছবি দেখি।


এবার জানি এখানে আসলে কি ধরনের সাউন্ড পরিষ্কারের কথা বলা হয়েছে।আপনি হেমন্ত কিংবা মান্নাদের একটা সিডি চালু করুন।দেখুন পুরাতন গান হওয়ার কারনে কত রকম আজব সাউন্ড গানটির সাথে যুক্ত হয়ে আছে।বৃষ্টির মত শব্দ,শো শো শব্দ ইত্যাদি নানা রকমের শব্দ।আপনি এভাবে গানটি শুনেই অভ্যস্ত তাই এতদিন কিছু মনে হয়নি।এবার সময় এসেছে এসব শব্দ মুছে ফেলে পরিষ্কার mp3 গান তৈরী করার।দেখুন পরিবর্তনটা কেমন।ধরুন আপনি কবিতা আবৃতি করলেন কিংবা গান গাইলেন এবং তা আপনার পিসিতে সেভ করলেন।১০০% পরিষ্কার সাউন্ড কি আপনি পাবেন? না তা কখনোই সম্ভব নয়।আর সে অসম্ভবকে সম্ভব করাটাই MAGIX audio cleaning lab 17 deluxe এর কাজ।
আসুন ছবির মাধ্যমে দেখি কি ভাবে কাজ করে সফটওয়্যারটি।এর প্রতিটি অপশন ব্যবহারের আগে এবং পরে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হবে তা শোনানোর ব্যবস্থা আছে।অর্থাৎ আপনার সাউন্ড কোয়ালিটি আগে কেমন এবং পরে কেমন হবে তা ফাইনাল করার আগেই জানতে পারবেন।এর প্রতিটি অপশন সিলেক্ট করুন এবং পরিবর্তনটা দেখুন before এবং after এ ক্লিক করে






লক্ষ্য করেছেন হয়তো প্রতিটি অপশনের সঙ্গেই বিস্তারীত টিউটোরিয়াল দেয়া আছে ডান পার্শ্বে।আর তাই ব্যবহারে অসুবিধা না হওয়ারই কথা।
এবার ডাউনলোডের কথায় আসি।টোটাল ১৪৬ মেগাবাইটের এই সফটওয়্যারটিকে ডাউনলোডের সুবিধার্থে ২ খন্ডে বিভক্ত করেছি এবং মিডিয়া ফায়ারে আপলোড করেছি।
আবার কেউ যদি মনে করেন আমি পুরো পার্ট একসঙ্গে ডাউনলোড করবো সে ক্ষেত্রেও আমি আপনাদের সুবিধার কথা বিবেচনা করে অখন্ড ভাবে আপলোড করেছি।আপনারা সরাসরি ১৪৬ মেগাবাইটের সফটওয়্যারটি নামাতে পারেন মিডিয়া ফায়ার থেকে।
ঝটপট ইন্সটল করুন।ইন্সটলের পর প্যাচ ফাইলটি START >>> MY COMPUTER >>> LOCAL DISK C >>> PROGRAMS >>> MAGIX >>> AUDIO CLEANING LAB 17 DELUXE এ ক্লিক করে প্যাচ ফাইলটি প্রবেশ করান এবং ক্লিক করে রান করান।ঝামেলা শেষ।
ও হ্যাঁ বলতে ভুলে গেছি এই সফটওয়্যারটি দিয়ে আপনি সিডি লেবেলও তৈরী করতে পারবেন আপনার পছন্দ মত।

আজ এই পর্যন্তই।আগামীতে দেখা হবে এই টেকটিউনসের মাঠেই কোন এক নিঝুম রাতে।সে পর্যন্ত বিদায়।সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।।।

0 comments:
Post a Comment