যে আপনার এই মুহূর্তে দেশের মার্কেটে কম্পিউটার বা কোন যন্ত্রাংশ সম্পর্কে জানা প্রয়োজন। নিজে হয়তো সময় করতে পারছেন না, কিন্তু কাউকে পাঠিয়ে একটা পোর্টেবল হার্ডডিস্ক কিংবা একটা ডিজিটাল ক্যামেরা অথবা হয়তো একটা কর্ডলেস মাউস কেনা দরকার এক্ষুনি। কিংবা এমনও হতে পারে, আপনার অফিসে বা বাসায় স্থাপনের জন্য কিছু যন্ত্রাংশের দাম জানা প্রয়োজন। কি করবেন, কোথায় খোঁজ করবেন, কাকে ফোন করবেন বা ফোন নম্বরটাই বা কোথায় পাবেন – অনেকেই আমরা দ্বিধায় পড়ে যাই। আর তাই, সবচেয়ে দ্রুত এই সমস্যার সমাধান দিতে পারে এমন একটা ওয়েবসাইট যেখানে থাকবে বিভিন্ন পণ্যের মডেল, স্পেসিফিকেশন, মূল্য ইত্যাদি। আর থাকবে, ফোন নম্বর, ফ্যাক্স, ই-মেইল, কিংবা ঠিকানা।
আমাদের দেশে কম্পিউটার সামগ্রীর মিলনমেলা হিসাবে খ্যাত বিসিএস কম্পিউটার সিটি (যাকে আমরা সংক্ষেপে "আইডিবি"ও বলে থাকি) তে রয়েছে প্রায় দেড়শ দোকান/প্রতিষ্ঠান। এর মধ্যে পণ্যের গুণগত মান, বৈচিত্র্য আর মূল্যের কারণে কিছু কিছু দোকান/প্রতিষ্ঠানের নাম আমাদের অনেকেরই প্রিয়। সেরকমই কিছু ওয়েবসাইটের ঠিকানা আপনাদের জানা থাকলে হয়তো কাজে লাগবে।

আমাদের দেশে কম্পিউটার সামগ্রীর মিলনমেলা হিসাবে খ্যাত বিসিএস কম্পিউটার সিটি (যাকে আমরা সংক্ষেপে "আইডিবি"ও বলে থাকি) তে রয়েছে প্রায় দেড়শ দোকান/প্রতিষ্ঠান। এর মধ্যে পণ্যের গুণগত মান, বৈচিত্র্য আর মূল্যের কারণে কিছু কিছু দোকান/প্রতিষ্ঠানের নাম আমাদের অনেকেরই প্রিয়। সেরকমই কিছু ওয়েবসাইটের ঠিকানা আপনাদের জানা থাকলে হয়তো কাজে লাগবে।
ফ্লোরা লিমিটেড
কম্পিউটার সোর্স
রায়ানস কম্পিউটারস
ড্যাফোডিল কম্পিউটারস
রিশিত কম্পিউটারস
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড
এক্সেল টেকনোলজিস লিমিটেড
তবে আমার পারসোনাল ফেভারেট হল রায়ানস কম্পিউটারস। কেন? এই ওয়েবসাইটে প্রতিটি পণ্যের হালনাগাদ মূল্য উল্লেখ থাকে। আর তাছাড়া, প্রতি মাসে পিডিএফ ফরম্যাটে মূল্যসহ পণ্যসমূহের একটি ক্যাটালগ/ব্রোশার এই সাইটে পাওয়া যায়, যা ডাউনলোড ও প্রিন্ট করে এক নজরে দেখে নেয়া যায়।
2 comments:
https://www.startech.com.bd
Leading phone price comparison site in Bangladesh
https://www.muthophone.com.bd
Post a Comment