হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক

Wednesday, February 16, 2011

এইতো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের স্বপ্নের বিশ্বকাপ। হয়তো বাংলাদেশ টিম নিয়ে আমাদের প্রত্যাশা একটু বেশিই কিন্তু অঘটন ঘটতে কতক্ষন? আর সেই অঘটনের অপেক্ষাতেই আছি। আমার এই টিউন উৎসর্গ করলাম বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার বাহিনীকে।

bdtm2 হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক | Techtunes

তবে কিছু দুঃখ রয়েই আছে। একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এমনঃ

আমরা কি আসলেই দেশ কে ভালবাসি? ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে খুনাখুনি করি,পতাকার শহর বানিয়ে ফেলি আর নিজের দেশ খেলছে, আমার দেশ বাংলাদেশ খেলছে অথচ তার কোন বহিঃপ্রকাশ দেখছি না। আমাদের লজ্জা বলে কিছু আছে? :@ :@

যাক এ বিষয়ে আর কিছু বলার নাই। icon sad হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক | Techtunes

সবাইকি বিশ্বকাপের ভিডিও গানগুলো দেখেছেন? না দেখে থাকলে দেখে নিন। বিশেষ ধন্যবাদ রিফাত হোসেনকে।

মুল পোস্ট এখানে।

**********************************************************

এবার আসি টিউনের অন্য অংশে।
আমরা অনেক সময় ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখার প্রয়োজন অনুভব করি। কিন্তু পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। *** চিহ্ন দিয়ে হিডেন করা থাকে।

logonpic হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক | Techtunes

তো এই হিডেন পাসওয়ার্ড দেখতে পারেন একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে। জাভা স্ক্রিপ্টটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে এন্টার দিন।

passfound হিডেন পাসওয়ার্ড দেখুন কোন সফটওয়্যার ছাড়াই+ বিশ্বকাপের গানগুলোর ভিডিও লিঙ্ক | Techtunes

জাভা স্ক্রিপ্টটা পাবেন এখানে।
সরাসরি শো করছে না। তাই আপলোড করে দিলাম।

একটা সতর্কতাঃ পাসওয়ার্ড কখনও কপি পেস্ট করে লগ ইন করবেন না। একটু অলসতার জন্য পাসওয়ার্ড চলে যেতে পারে হ্যাকারের কাছে।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।


0 comments:

Post a Comment