ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম।

Wednesday, February 16, 2011

আজ ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার এমন একটি প্রোগ্রামের সন্ধান দেব যেটি দিয়ে আপনার ওয়েবক্যাম দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এটি এই পর্যন্ত আমার জানামতে অনেক সহজে ব্যবহার করা যায় এমন একটি প্রোগ্রাম তাই সবার সাথে শেয়ার করলাম।

প্রথমে নীচের লিংক থেকে Camersoft Webcam Recorder প্রোগ্রামটি ডাউনলোড করুন। 
 ডাউনলোড করুন এখান থেকে
এবার ডাউনলোডকৃত প্রোগ্রামটি ইন্সটল করুন আপনার কম্পিউটারে।
 ইন্সটল হয়ে গেলে Camersoft Webcam Recorder স্টার্ট করুন।
Picture 012 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes

 এবার এই আইকনে Picture 02 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes ক্লিক করুন  আপনার ওয়েবক্যাম সিলেক্ট করতে।
তারপর এই বাটনে Picture 03 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes ক্লিক করুন  রেকর্ডিং শুরু করার জন্য।
রেকর্ডিং শেষ করতে চাইলে Picture 04 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes এই বাটনে ক্লিক করুন।
রেকর্ডিং চলাকালীন কোন দৃশ্য আপনি পছন্দ করলে Picture 06 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes এই বাটনে ক্লিক করে স্থিরচিত্রও তুলতে পারেন। বা শুধু ছবিও তুলতে পারেন।
রেকর্ডিং শেষে, ভিডিও ফাইলটি আপনার কম্পিউটারে প্লে করতে পারেন মিডিয়া প্লেয়ারে বা অন্য যে কোন ভিডিও প্লেয়ারে।
Picture 05 ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম। | Techtunes
প্রোগ্রামের ডিফল্ট আউটপুট ফাইল লোকেশন হলো C:\CamersoftOutput. আপনি চাইলে এটি পরিবর্তন করে আপনার ইচ্ছামত লোকেশনেও সেভ করতে পারবেন।

0 comments:

Post a Comment