গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহার করা

Monday, February 14, 2011

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাডঅন্স দ্বারা। এজন্য
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাডঅন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে।
এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে এড় বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।

0 comments:

Post a Comment