নিজেই তেরি করুন ই-কার্ড
Monday, February 14, 2011
বিভিন্ন দিবসে আমরা শুভেচ্ছাস্বরূপ সাধারণত ইন্টারনেটে ই-কার্ড পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে নিজস্ব পছন্দের ই-কার্ডটি পাঠানো প্রায় সময়ই দেখা যায় হয়ে ওঠে না। তাই নিজেই তৈরি করে ফেলুন নিজের পছন্দের ই-কার্ডটি চমত্কার সব ফ্রেমে। আর এটি করতে কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। কেবল ফ্রেমশো নামক একটি ওয়েবসাইটে গেলেই হবে। সাইটটিতে বিভিন্ন ফ্রেম দেয়া রয়েছে। ওখানে অনেক ফ্রেম দেয়া থাকবে, পছন্দ হলে ওখান থেকে নিন আর না হলে অন্য পেজে পছন্দের ফ্রেমটি খুঁজুন। পছন্দের ফ্রেম পেলে তার ওপর মাউসটি ধরুন। লেখা দেখবেন Create e-car (free)। এটাতে ক্লিক করুন। এখানে আপনি নিজের কম্পিউটার থেকে ছবি অথবা লিঙ্ক দিতে পারেন। পরে সেন্ড ঊ-ঈধত্ফ-এ ক্লিক করুন। এখানে অপশন পাবেন কম্পিউটারে সেভ করার । তাই এবার শুরু করে দিন আপনার বন্ধুকে পছন্দের ই-কার্ড পাঠানো। সাইটটির ঠিকানা : www.frameshow.com/gallery.php
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment