জনপ্রিয় সামাজিক সাইটের ফেসবুক এবং টুইটার অন্যতম। টুইটারে আপডেট করা স্ট্যাটাস যদি ফেসবুকে সয়ংক্রিয়ভাবে নেওয়া যেত তাহলে কেমন হতো। এরকমই কিছু এ্যাপলিকেশনগুলোর মধ্যে http://apps.facebook.com/supasync অন্যতম। সুপার সিঙক্রোনাইজ দ্বারা সহজেই ফেসবুকের ওয়ালের পোস্ট এবং টুইটারের স্ট্যাটাস এর মধ্যে সিঙক্রোনাইজ করা যায়। এজন্য এ্যালিকেশনটির পেজে গিয়ে Allow বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পেজ থেকে Sign in with Twitter বাটনে ক্লিক করুন। এখন টুইটারে লগইন করা থাকলে টুইটারের ইউজার নাম এবং পাসওয়ার্ড দ্বারা দিয়ে Allow বাটনে ক্লিক করুন। তাহলে টুইটারের সাথে অথেনটিকেটিং শেষে এ্যাপলিকেশনটির মূল পেজে ফিরে আসবে, যেখানে দরকারী পরিবর্তন করে Save Settings বাটনে ক্লিক করুন।
ব্যাস এখন থেকে টুইটারের স্ট্যাটাস ফেসবুকের ওয়ালে চলে আসবে আর ফেসবুকের পোষ্ট টু্ইটারে আপডেট হবে।
‘সুপাসিঙক’ দ্বারা ফেসবুক এবং টুইটারের মধ্যে সিঙক্রোনাইজ করা
Friday, February 11, 2011
Labels:
FACEBOOK Tips
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment