
বাংলাদেশে ভিডিও টিউটোরিয়াল পাওয়াটা খুব মুসকিল। আর পাওয়া গেলেও সেগুলো মান সন্মত হয় না। এর আগেও আমি অনেক ভিডিও টিউটোরিয়া দিয়েছি আপনাদের আজকে আমার হাজির হলাম সি++ প্রোগ্রামিং এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। নিচে প্রতিটা চেপ্টার দিলাম। ১ থেকে ৫০টি। আপনার যেটা দরকার সেটায় ক্লিক করুন পরে একটা পেজ আসবে সেখানে প্লে চিন্হতে ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবেন। নিচের ছবিটি দেখুন। যেখানে মার্ক করা সেখানে ক্লিক করলেই ভিডিও শুরু হবে।

0 comments:
Post a Comment