YouTube থেকে শিখুন C++ Programming

Friday, February 11, 2011

youtube channel logo YouTube থেকে শিখুন C++ Programming | Techtunes
ইউটিউবে শুধু Move, Song আর Video না  প্রোগ্রামিং শিখতে যারা আগ্রহী তারা C++ Programming টাও শিখে নিতে পারবেন। এবার Beginner Programmer রা ইউটিউবে বেশিরভাগ সময় কাটাবেন Programming শেখার জন্যে।মোট 48 টা Lesson এর সমন্বয়ে এ পোগ্রামিং স্কুল এর সৃষ্টি। কথা না বাড়িয়ে নিচের লিঙ্কে ক্লিক করে এখনি চলে যান। বই দেখে শেখার থেকে ও ভালো কাজে দিবে। যারা পোগ্রামিং শিখতে চান তারা Please একবার হলে ও ঢু মেরে আসবেন।
hqdefault YouTube থেকে শিখুন C++ Programming | Techtunes
http://www.youtube.com/view_play_list?p=A68C1F33757B4A38
আসা করি Beginner Programmer সবার উপকারে আসবে।
সব সময় শুনি কপি পেষ্ট কপি পেষ্ট, কোন দিন ভালো ভাবে চোখে পড়ে নি। আজ একদম চোখের ভিতরে প্রবেশ করলো।
অনেক গুলো সাইটে ই দেখি আমার পোস্ট। কোন দিন আমাকে জিজ্ঞেস ও করে নি। হুবুহু পেষ্ট করে দিয়েছে। তারা একবার ও ভাবে  নি একটি পোষ্ট লিখতে আমার কত কষ্ট হয়েছে।

0 comments:

Post a Comment