অনেক দিন পর আবার লিখলাম। সর্বশেষ কবে লিখেছিলাম তা মনে নাই। তবে আছি আপনাদের মাঝেই। টেক্কটিউনস এর সাথেই।


- প্রথমে এইখান থেকে ShareCash Downloader টা নামাইয়া নেন।
- পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিবেন: ilovetechtunes
- ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করুন।
- আনজিপ করার পর সেটিতে ডাবল গুতা মারেন।

- উপরের চি্ত্রের মত Welcome Screen পাবেন।

- Enter ShareCash URL here লেখা স্থানে আপনি যে ফাইলটা ডাউনলোড করতে চান সেটা লিখবেন।

- তারপর Go to URL এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন।
- কিছুক্ষণের মধ্যে Download Button জীবন্ত হয়ে যাবে।

- Download Button এ ক্লিক করবেন।

- উপরের বক্সের মত বক্স আসবে। Ok ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে ফাইল ডাউনলোড অপশন এবং কোথায় সেভ করে রাখবেন সেটা চাইবে।

- এইত্তো কাম শেষ।
এভাবে ShareCash থেকে খুব সহজেই যেকোন ফাইল ডাউনলোড করতে পারবেন সহজেই।
0 comments:
Post a Comment