গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী।

Monday, February 14, 2011

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি ভালো আছেন সবাই।ভালো থাকুন এই শুভ কামনা সবসময়ের জন্য।ফিরে এলাম বরাবরেরমত যা দেই সেই একই কাসুন্দি নিয়ে যার নাম সফটওয়্যার।কিন্তু এই জটিল কিন্তু অসম্ভব সুন্দর সফটওয়্যারটির গুঢ় রহস্য অনেক চেষ্টা করেও আমি উদ্ধার করতে পারলাম না।তাই বলে কি শেয়ার করবো না?তাই কি হয়?আমি পারিনি ত কি হয়েছে আপনারা পারবেন।আর সে বিশ্বাস আছে বলেই কী’বোর্ডের বোতাম টেপা।
আজ যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম xara photo & graphic designer 6.
132 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
সফটওয়্যারটি দিয়ে আপনারা vector drawings, DTP, photo composition, web graphics এবং Flash animation তৈরী করতে পারবেন।ধরা যাক আপনার আঁকার হাত ভালো এবং সফটওয়্যারটি দিয়ে একটি ছবি আঁকলেন।এক ক্লিকে দেখুন কি ভাবে তা 3D তে রুপান্তরীত করা যায়।
59517379 8fdc 432a 9df7 70b9309c3f411 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
কিংবা আমি নীচের ছবির মত একটা ছবি আপলোড করলাম।
ma7 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
এবার ছবিটিকে 3D তে রুপান্তরীত করবো
ma8 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
শুধু কি তাই?একে রঙ চং করে আবার আপনার প্রিয় ওয়েবসাইটেও যুক্ত করতে পারবেন
ma9 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
দারুন মজা না?কিংবা ধরুন আপনি একটি ব্লগ সাইটের কর্ণধার।নীচের ছবির মত আপনার ব্লগের পেজ আপলোড করুন
ma10 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
আসুন এবার কাঁপা কাঁপা কাচা হাতে একটু ডিজাইন করি।দেখুন তো কেমন লাগে?
ma11 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
কে বলে আপনি ডিজাইন করতে পারেন না?আমার মত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এত কিছু করতে পারে তবে আপনি অনেক বেশী পারবেন সে ব্যাপারে আমি নিশ্চিত।
সফটওয়্যারটির গুনাবলি অনেক যা আমি বর্ণনা করতে পারবো না।সে ক্ষেত্রে আপনারা ঘুরে আসুন এদের ওয়েব সাইট থেকে।যা যা জানার সবই জানতে পারবেন।

ma0 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesঅফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

এবার ডাউনলোডের পালা।ডাউনলোডের কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায় তাই না?বিশেষ করে সেটা যদি হয় আমার দেয়া তার মানে হলো বিশাল সফটওয়্যার।কিছুই করার নেই।ভালো কিছু পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।২/৪ মেগাবাইটের কিছু চটকদার সফটওয়্যার আছে যা শুধু চটকাতেই পারে।এসবের কোন গুণাবলী নেই।আমার মূল উদ্দেশ্য আপনাদের প্রফেশনালী কিছু দেয়া যা শিখলে যেন আপনাদের মনে না হয় যে সময় নষ্ট হয়েছে।কথা কম,কাজ বেশী।সফটওয়্যারটি টোটাল ৩২৮ মেগাবাইটের যা ৪ খন্ডে বিভক্ত করে মিডিয়া ফায়ারে আপলোড করা হয়েছে।আগ্রহীরা ডাউনলোডের জন্য তৈরী হোন।

fviFtNow গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesপার্ট ১ (৯০ মেগাবাইট)


fviFtNow1 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesপার্ট ২ (৯০ মেগাবাইট)


fviFtNow2 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesপার্ট ৩ (৯০ মেগাবাইট)


fviFtNow3 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesপার্ট ৪ (৫৮ মেগাবাইট)

ফাইল গুলো জোড়া লাগান।তার পর ইন্সটল শুরু করুন।যারা আমার MAGIX নিয়ে টিউঙ্গুলো পড়েছেন তাদের জন্য বুঝতে সহজ হবে।একই নিয়ম।তারপরেও যারা পড়েননি তাদের জন্য নতুন করে লিখছি।ইন্সটলের পর প্রথমে ক্র্যাক ফাইলটি START >>> MY COMPUTER >>> LOCAL DISK C >>> PROGRAMS >>> XARA তে গিয়ে ক্লিক করে ফাইলটি খুলুন।এবার ক্র্যাকটি ভিতরে ঢুকিয়ে ক্লিক করে বেড়িয়ে আসুন।
ma0.1 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
এবার ডেস্কটপে থাকা ইকোনে ক্লিক করুন।পাসওয়ার্ড চাইবে দিয়ে দিন।যে কোন একটি ই মেইল দিয়ে দিন(ছবি দেখুন)
ma1 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
এক্টিভে ক্লিক করলে এরোর দেখাবে।দেখাক।
ma2 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
আপনি active by support ticket এ ক্লিক করুন।নীচের মত ছবি আসবে
ma3 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
activ by support ticket এ ক্লিক করলে যে ঘর খুল বে তাতে দ্বিত্বীয় সিরিয়াল নাম্বারটি দিয়ে দিন
ma4 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
কাজ শেষ।আপনার হয়ে গেলো সফটওয়্যারটি।এবার শুরু করুন আপনি যা করতে চান।

ফাইল কি করে জোড়া লাগাবেন

অনেকেই আমার কাছে মেইল করেন খন্ড ফাইলগুলো কিভাবে জোড়া লাগায়।এ ব্যাপারে লিখবো  লিখবো করে লিখা হয়ে উঠে না।আজ লিখছি।আপনার কম্পিউটারে অবশ্যই winrar সফটওয়্যারটি থাকতে হবে।মনে করুন নীচের ছবির মত আপনার ডাউনলোড করা পার্টগুলো এভাবে আছে
w1 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
এবার আপনি মাউসের ডান পার্শ্বে ক্লিক করুন এবং extract here লেখাটিতে ক্লিক করুন (ছবি দেখুন)
w2 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
extract হচ্ছে (ছবি দেখুন)
w3 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
এবার দেখুন কিভাবে ফাইলগুলি জোড়া লেগে সফটওয়্যারটি আপনার কাছে উম্মোচিত হয়েছে
w4 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes
আশা করি এবার থেকে আর কারো অসুবিধা হবে না।আপনাদের সুবিধার কারনে ফাইলগুলো ছোট করতেই হয়।

MASK PRO 4.1.9C

একটি ফটোশপ প্লাগইন


জনৈক বাধন৮৬১ এই প্লাগইনটি চেয়েছিলেন।খুঁজে পেয়েছি তাই শেয়ার করলাম।আপনারাও ডাউনলোড করতে পারেন।
ononemaskpro450 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunes

2247993163 2c82570f1d1 গ্রাফিক্স/ডিজাইনিং শিখুন xara photo & graphic designer 6 দিয়ে+MASK PRO 4.1.9C ফটোশপ প্লাগইন+খন্ড ফাইল জোড়া লাগানোর নিয়মাবলী। | Techtunesডাউনলোড করতে ক্লিক করুন (৪০ মেগাবাইট)

আজ এ পর্যন্তই।দেখা হবে পরবর্তীতে।সে পর্যন্ত বিদায়।আল্লাহ হাফেজ।।।


প্রবাসী থেকে সংগ্রহকৃত

0 comments:

Post a Comment