আজ যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম xara photo & graphic designer 6.

সফটওয়্যারটি দিয়ে আপনারা vector drawings, DTP, photo composition, web graphics এবং Flash animation তৈরী করতে পারবেন।ধরা যাক আপনার আঁকার হাত ভালো এবং সফটওয়্যারটি দিয়ে একটি ছবি আঁকলেন।এক ক্লিকে দেখুন কি ভাবে তা 3D তে রুপান্তরীত করা যায়।

কিংবা আমি নীচের ছবির মত একটা ছবি আপলোড করলাম।

এবার ছবিটিকে 3D তে রুপান্তরীত করবো

শুধু কি তাই?একে রঙ চং করে আবার আপনার প্রিয় ওয়েবসাইটেও যুক্ত করতে পারবেন

দারুন মজা না?কিংবা ধরুন আপনি একটি ব্লগ সাইটের কর্ণধার।নীচের ছবির মত আপনার ব্লগের পেজ আপলোড করুন

আসুন এবার কাঁপা কাঁপা কাচা হাতে একটু ডিজাইন করি।দেখুন তো কেমন লাগে?

কে বলে আপনি ডিজাইন করতে পারেন না?আমার মত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এত কিছু করতে পারে তবে আপনি অনেক বেশী পারবেন সে ব্যাপারে আমি নিশ্চিত।
সফটওয়্যারটির গুনাবলি অনেক যা আমি বর্ণনা করতে পারবো না।সে ক্ষেত্রে আপনারা ঘুরে আসুন এদের ওয়েব সাইট থেকে।যা যা জানার সবই জানতে পারবেন।
এবার ডাউনলোডের পালা।ডাউনলোডের কথা শুনলেই মনটা খারাপ হয়ে যায় তাই না?বিশেষ করে সেটা যদি হয় আমার দেয়া তার মানে হলো বিশাল সফটওয়্যার।কিছুই করার নেই।ভালো কিছু পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।২/৪ মেগাবাইটের কিছু চটকদার সফটওয়্যার আছে যা শুধু চটকাতেই পারে।এসবের কোন গুণাবলী নেই।আমার মূল উদ্দেশ্য আপনাদের প্রফেশনালী কিছু দেয়া যা শিখলে যেন আপনাদের মনে না হয় যে সময় নষ্ট হয়েছে।কথা কম,কাজ বেশী।সফটওয়্যারটি টোটাল ৩২৮ মেগাবাইটের যা ৪ খন্ডে বিভক্ত করে মিডিয়া ফায়ারে আপলোড করা হয়েছে।আগ্রহীরা ডাউনলোডের জন্য তৈরী হোন।
ফাইল গুলো জোড়া লাগান।তার পর ইন্সটল শুরু করুন।যারা আমার MAGIX নিয়ে টিউঙ্গুলো পড়েছেন তাদের জন্য বুঝতে সহজ হবে।একই নিয়ম।তারপরেও যারা পড়েননি তাদের জন্য নতুন করে লিখছি।ইন্সটলের পর প্রথমে ক্র্যাক ফাইলটি START >>> MY COMPUTER >>> LOCAL DISK C >>> PROGRAMS >>> XARA তে গিয়ে ক্লিক করে ফাইলটি খুলুন।এবার ক্র্যাকটি ভিতরে ঢুকিয়ে ক্লিক করে বেড়িয়ে আসুন।

এবার ডেস্কটপে থাকা ইকোনে ক্লিক করুন।পাসওয়ার্ড চাইবে দিয়ে দিন।যে কোন একটি ই মেইল দিয়ে দিন(ছবি দেখুন)

এক্টিভে ক্লিক করলে এরোর দেখাবে।দেখাক।

আপনি active by support ticket এ ক্লিক করুন।নীচের মত ছবি আসবে

activ by support ticket এ ক্লিক করলে যে ঘর খুল বে তাতে দ্বিত্বীয় সিরিয়াল নাম্বারটি দিয়ে দিন

কাজ শেষ।আপনার হয়ে গেলো সফটওয়্যারটি।এবার শুরু করুন আপনি যা করতে চান।
ফাইল কি করে জোড়া লাগাবেন
অনেকেই আমার কাছে মেইল করেন খন্ড ফাইলগুলো কিভাবে জোড়া লাগায়।এ ব্যাপারে লিখবো লিখবো করে লিখা হয়ে উঠে না।আজ লিখছি।আপনার কম্পিউটারে অবশ্যই winrar সফটওয়্যারটি থাকতে হবে।মনে করুন নীচের ছবির মত আপনার ডাউনলোড করা পার্টগুলো এভাবে আছে
এবার আপনি মাউসের ডান পার্শ্বে ক্লিক করুন এবং extract here লেখাটিতে ক্লিক করুন (ছবি দেখুন)

extract হচ্ছে (ছবি দেখুন)

এবার দেখুন কিভাবে ফাইলগুলি জোড়া লেগে সফটওয়্যারটি আপনার কাছে উম্মোচিত হয়েছে

আশা করি এবার থেকে আর কারো অসুবিধা হবে না।আপনাদের সুবিধার কারনে ফাইলগুলো ছোট করতেই হয়।
MASK PRO 4.1.9C
একটি ফটোশপ প্লাগইন
জনৈক বাধন৮৬১ এই প্লাগইনটি চেয়েছিলেন।খুঁজে পেয়েছি তাই শেয়ার করলাম।আপনারাও ডাউনলোড করতে পারেন।

আজ এ পর্যন্তই।দেখা হবে পরবর্তীতে।সে পর্যন্ত বিদায়।আল্লাহ হাফেজ।।।
প্রবাসী থেকে সংগ্রহকৃত
0 comments:
Post a Comment