বিসমিল্লাহির রাহমানের রাহিম। সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। যাদের মোবাইলের চার্জার নষ্ট বা অন্য কোন স্থানে গেলে চার্জিং এর সমস্যা তারা একটি নষ্ট USB cable ও একটি নষ্ট চার্জার দিয়ে তৈরি করতে পারেন এ চার্জার।
তার জন্য প্রয়োজন একটি USB cable ও একটি চার্জার। এগুলো নষ্ট হলে ও চলবে।
প্রথমে একটি USB cable এর এক পাশের তার কেটে নিন। চার্জার থেকে চার্জিং পোর্টটি কেটে নিয়ে এর রাবার থেকে আলাদা করুন।




USB cable এ চারটি তার পাবেন। কালো এবং লাল টি ছাড়া বাকি দুটি টেপ দিয়ে পেছিয়ে নিন যেন একটির সাথে আরেকটি না লাগে।চার্জিং পোর্টের ভিতরের অংশের সাথে লাল তারটি এবং উপরের অংশের সাথে কালো তারটি পেছিয়ে নিন।

তারপর টেপ দিয়ে পেছিয়ে নিন।
ব্যাস হয়ে গেল একটি সুন্দির USB চার্জার।
আমার চার্জার নষ্ট হয়ার পর থেকে এ USB চার্জার ব্যবহার করছি। চার মাসের বেশি হবে। মোবাইলে চার্জ না থাকলে ভার্সিটতে নিইয়ে যাই এবং কম্পিউটার ল্যাবে চার্জ দিয়ে নি এর সাহার্যে।
আপনি এটি Laptop এ ও ব্যবহার করতে পারবেন।
কেমন হলো জানবেন। সবাইকে ধন্যবাদ।
তার জন্য প্রয়োজন একটি USB cable ও একটি চার্জার। এগুলো নষ্ট হলে ও চলবে।
প্রথমে একটি USB cable এর এক পাশের তার কেটে নিন। চার্জার থেকে চার্জিং পোর্টটি কেটে নিয়ে এর রাবার থেকে আলাদা করুন।

USB cable এ চারটি তার পাবেন। কালো এবং লাল টি ছাড়া বাকি দুটি টেপ দিয়ে পেছিয়ে নিন যেন একটির সাথে আরেকটি না লাগে।চার্জিং পোর্টের ভিতরের অংশের সাথে লাল তারটি এবং উপরের অংশের সাথে কালো তারটি পেছিয়ে নিন।

তারপর টেপ দিয়ে পেছিয়ে নিন।
ব্যাস হয়ে গেল একটি সুন্দির USB চার্জার।
আমার চার্জার নষ্ট হয়ার পর থেকে এ USB চার্জার ব্যবহার করছি। চার মাসের বেশি হবে। মোবাইলে চার্জ না থাকলে ভার্সিটতে নিইয়ে যাই এবং কম্পিউটার ল্যাবে চার্জ দিয়ে নি এর সাহার্যে।
আপনি এটি Laptop এ ও ব্যবহার করতে পারবেন।
কেমন হলো জানবেন। সবাইকে ধন্যবাদ।
0 comments:
Post a Comment