WAMP ইন্সটল ও একটি PHP প্রোগ্রাম রান [পর্ব ২]

Sunday, February 13, 2011

প্রোগ্রামিং শেখার শুরুতে কেউ যদি প্রথম একটি প্রোগ্রাম কিভাবে রান করে দেখিয়ে না দেয়, তাহলে নতুন দের জন্য রান করা অনেক কঠিন হয়ে যায়। যদি ও কাজ টি অনেক সহজ।

আমি শুধু একটি প্রোগ্রাম রান করে দেখিয়ে দিব, আপনাদের কারো PHP শিখার ইচ্ছে থাকলে তার পর নিজে নিজেই শিখে নিতে পারবেন। PHP প্রোগ্রামিং রান করার জন্য আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে তৈরি করতে হবে । সার্ভার হিসেবে আমাদের পিসি কে ব্যবহার করার জন্য অনেক গুলো ইন্ট্রিগ্রেটেড সফটওয়ার পাওয়া যায়। এটি নির্ভর করে আপনার অপারেটিং সিস্টেমর উপর। উইন্ডোজের জন্য WAMP।

তার আগে একটি পোস্ট দিয়েছি। তা দেখে নিতে পারেন।

PHP শিখুন, নিজেকে তৈরি করুন একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে

এখানে একটি বই ও WAMP এর ডাউনলোড লিঙ্ক দিয়েছি। WAMP ডাউনলোড করে নিন। তার পর সাধারন নিয়মে তা ইন্সটল করে নিন। এবার Start>> Program file>>WAMP Server>>> Start WAMP Server এ গিয়ে WAMP Server রান করুন। তাহলে সিস্টেম ট্রেতে নতুন একটি আইকন দেখবেন। তার উপ Right Click করে Put Online নির্বাচক করুন।

wamp WAMP ইন্সটল ও একটি PHP প্রোগ্রাম রান [পর্ব ২] | Techtunes

যদি Put Online থাকে তাহলে আর কিছুই করতে হবে না। এবার আপনার ব্রাউজারে গিয়ে http://localhost/ লিখুন । যদি নিছের মত দেখতে পান তাহলে মনে করবেন আপনার WAMP Server রান করছে।

wamp server WAMP ইন্সটল ও একটি PHP প্রোগ্রাম রান [পর্ব ২] | Techtunes

এবার দেখব কিভাবে একটি প্রোগ্রাম রান করবেন।

আপনার কোড গুলো একটি নোট প্যডে লিখে নিন। যেমন আমি নিছের কোড গুলোর যেকোন একটি লিখলাম।

<?php
echo"Hello, Tuner!!! It's my first PHP script";
?>


<?php
print"Hello, Tuner!!! It's my first PHP script";
?>


<?php
printf("Hello, Tuner!!! It's my first PHP script");
?>

এবার এটির একটি নাম সিলেক্ট করে Extension পরিবর্তন করে .php দিন। যেমন আমি দিলামঃ  hello.php । খেয়াল রাখবেন যেন কোন Space না থাকে।

তার পর আপনার WAMP Server এর Root ডিরেকট্ররিতে রাখুন। রুট ডিরেকট্ররি নির্ভর করে আপনার ইন্সটলেশনের উপর। স্বাভাবিক ভাবে রুট ডিরেকট্ররি হচ্ছে ::::: C:\wamp\www । অর্থাৎ www ফোল্ডার। আপনার ফাইলটি www ফোল্ডারের ভিতর রাখুন। এবার আপনার ব্রাউজারে http://localhost/ফাইলেরনাম.php দিন। দেখবেন আপনার প্রোগ্রাম রান হয়েছে। আমি যেহেতু  hello.php  দিলাম তাই আমার ক্ষেত্রে হবে http://localhost/hello.php এবং নিচের মত রান হবে। এবং লেখা উঠবেঃ Hello, Tuner!!! It's my first PHP script

আসা করি আপনারা এবার PHP শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

Happy Programming!!!!

0 comments:

Post a Comment