ওডেস্ক থেকে কাজ নেওয়ার সহজ উপায়

Monday, March 7, 2011

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন ।আজকে আমি আপনাদের মাঝে জটিল একটি ওডেস্ক টেষ্ট এর উত্তর দিব । এই টেষ্টে অংশগ্রহন করলে আপনারা আর ও সহজে আর্টিকেল রাইটিং এর কাজ নিতে পারবেন এবং আপনি যদি ওডেস্ক স্কিল টেষ্ট টি দিয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহে ২০ টি করে কাজ পাবেন । আজকে আমার টেষ্ট টি হল Microsoft Office skill test তাই বেশি কিছু লিথছি না শুরু করি এইবার আসল কথা
 

0 comments:

Post a Comment