শক্তিশালী কয়েকটি ট্রোজান হর্স!!হ্যাকিংয়ে আগ্রহীদের কাজে লাগবে

Monday, March 7, 2011

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাকিং বিষয়ক এই আমার প্রথম টিউন। আগে তেমন হ্যাকিং  নিয়ে আগ্রহ না থাকলেও হঠাৎ এই বিষয়ে আগ্রহী হয়ে উঠি। এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই হিমু ভাইকে। তার কাছ থেকে ফিশিং হ্যাকিং না শিখলে আজকের টিউন করা তো দূরের কথা হ্যাকিং নিয়ে আগ্রহই জমত না। যাইহোক, এইসব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে যা জানলাম, পেলাম তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি।

আসুন, পরিচিত হই কিছু শক্তিশালী ট্রোজান সফট্ওয়্যারের সাথে

 

এর আগে ট্রোজান নিয়ে বেশ কিছু টিউন হয়েছে। তাই আলাদা করে কিছু বলার নেই। সবগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না কারণ সব ট্রোজান এর ব্যবহার প্রায় একইরকম। শুধু সার্ভার তৈরী করে কোনো একটা পিসিতে রান করা। আমি শুধু এইগুলো শেয়ার করলাম কারণ বেশির ভাগ ট্রোজান হর্স সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলো ফ্রীওয়্যার না। আমি যেগুলো দিলাম সেগুলো আকারেও বেশি বড় না। ১-৩ মেগাবাইটের মধ্যে সবগুলো। তাই মিডিয়াফায়ার থেকে এইগুলো নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন।
তবে সবার প্রথমে এণ্টিভাইরাস ডিজেবল করে রাখুন। না হলে exe ফাইলগুলোকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। তাই বলে আবার সত্যি সত্যি ভাইরাস মনে করেন না icon neutral শক্তিশালী কয়েকটি ট্রোজান হর্স!!হ্যাকিংয়ে আগ্রহীরা দেইখা যান! | Techtunes । তাহলে আসুন, দেখতে থাকি…..

FUCKER PS

এটা আসলে পাসওয়ার্ড স্টীলার। অনেকটা Lord ps pro এর মত। প্রয়োজনীয় টিক চিহ্নগুলো এবং আপনার মেইল এড্রেসগুলো দিয়ে সার্ভার তৈরী করে কোনো পিসিতে চালু করলে সেই পিসির সকল ইনফরমেশন আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।



DOWNLOAD

BEAST

এটি অত্যন্ত শক্তিশালী ট্রোজান হর্স।। কোনো পিসিতে রান করাতে পারলে সেই পিসি আপনার হাতের খেলনা হয়ে যাবে। prorat এর মতই এটিও অনেক শক্তিশালী এবং এটি দিয়ে পিসির বড় ধরণের ক্ষতি করা সম্ভব। ১ মেগাবাইটেরও কম এই ট্রোজান হর্সটি ডাউনলোড করুন এখান থেকে

এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন wikipedia থেকে।

OPTIX PRO

এটিও একটি শক্তিশালী ট্রোজান হর্স। এইটা ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করলে দুইটি ফাইল পাওয়া যাবে। একটি বিল্ডার যেখান থেকে সার্ভার তৈরী করে নিতে হয় এবং আরেকটি সাইলেন্ট যেখান থেকে সার্ভার পরিচালনা করতে হয়।
বিল্ডার-


 সাইলেন্ট-


SKD RAT

Build server এ ক্লীক করে সার্ভার তৈরী করে অন্যান্য ট্রোজানের মত ভিকটিমের কাছে পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে-

download

YURI

৭০০ কেবির আরেকটি রিমোট কীলগার। ডাউনলোড করুন এখান থেকে




MOSUCKER

 

৩ মেগাবাইটের এই mosucker ডাউনলোড করুন এখান থেকে

SUBSEVEN

ডাউনলোড করলে এটার ভেতরও edit server-

 



 এবং আরেকটি সাইলেন্ট পাবেন-


 



যথারীতি edit server থেকে সার্ভার তৈরী করতে হবে।

Download



COMBINED FORCES

 


ডাউনলোড লিংক

Y3K RAT

 

.DOWNLOAD from HERE

CyberNatic

যতগুলো ট্রেজান শেয়ার করলাম তারমধ্যে সবচেয়ে শক্তিশালী দুটো হচ্ছে  Beast এবং এই CyberNatic.  ছোট্ট এই সব সফট্ওয়্যার ব্যবহার করলে বুঝতে পারবেন এর ক্ষমতা।




Download


ICON CHANGER

সার্ভার তৈরী করে কখনও কখনও আইকনটি পরিবর্তন করার প্রয়োজন হয়। আইকনের জন্যও অনেক সময় অনেকে ধরে ফেলতে পারে। এই জন্য যে কোনো কাজে আইকন চেঞ্জের প্রয়োজন খুব বেশি। সেই জন্যই এই icon changer সফটওয়্যারটি। এইটা ব্যবহার করা খুব সোজা। এর সিরিয়াল কী আমার কাছে ছিল না। হিমু ভাইকে আবারও ধন্যবাদ সিরিয়াল কী দেওয়ার জন্য।
সিরিয়াল কী ডাউনলোড করুন এখান থেকে এখানে প্রায় তিন হাজারেরে  মত আইকন আছে। পছন্দের আইকনটি সিলেক্ট করার জন্য প্রথমে এখান থেকে প্রায় ১ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করুন। তারপর ইনস্টল করে নিন। ইনস্টল করার পর যেটার আইকন চেঞ্জ করতে চান সেটাতে মাউসের রাইট বাটন ক্লীক করুন। এই রকম চেঞ্জ আইকন নামে একটি অপশন আসবে।

 সেখানে ক্লীক করুন। তারপর সার্চ এ ক্লীক করুন।



আইকন আসলে পছন্দ মত একটি সিলেক্ট করে পাশে set এ ক্লীক করুন। ব্যাস কাজ শেষ।
সবশেষে বলি, আমি শুধু ট্রোজান গুলো শেয়ার করলাম। স্ক্রীনশর্টগুলোর মাধ্যমে আপনাদের এগুলো সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছি। আলাদা আলাদা করে এগুলোর বর্ণনা দিলে টিউনটি অনেক বড় হয়ে যেত। তাছাড়া একটি দেখলে বুঝে যাওয়ার কথা। সামান্য বুদ্ধি খাটাইয়েন শুধু।
 এইসব সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিজ আইপি জানা জরুরী। একমাত্র beast এবং cybernatic থেকে আইপি  জানা যায়। নিজ আইপি জানার একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এই কাজগুলো করেন-start>>>run>>>command [enter]>>>ipconfig [enter]
দেখবেন, আইপি এড্রেস এসে গেছে। তারচেয়েও সহজ হয় যদি  এই সাইটে যান। আইপি এড্রেস পেয়ে যাবেন।
আজ এই পর্যন্তই। সামনে আবারও আসব ভিন্ন কিছু নিয়ে। কোনো ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ।

0 comments:

Post a Comment