আমরা অনেকেই চোখে লেন্স ব্যবহার করি,বিশেষ করে মেয়েরা। এর ফলে চোখের মনির রঙ পরিবর্তন হয় ও আরো সুন্দর দেখায়। চলুন বন্ধুরা,আজ ফটোশপেই এই কাজটি করি।
যে ছবিতে চোখের রঙ পরিবর্তন করবেন তা খুলুন।

Zoom tool দিয়ে যেকোনো চোখের অংশ বড় করুন। এরপর চোখের মনিটি সিলেক্ট করুন polygonic lasso tool দিয়ে।

চোখের মণির ভেতরের পিউপিল সাধারণত কালোই থাকে,তাই এটি আমাদের সিলেকশান থেকে বাদ দিতে হবে। এজন্য alt চেপে পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে সিলেকশান থেকে পিউপিল বাদ যাবে।

এখন shift চেপে পাশের চোখে সিলেকশান তৈরি করুন। shift চেপে রাখার ফলে আগের সিলেকশান থাকা অবস্থায় আরেকটি সিলেকশান তৈরি হবে। এরপর আবার alt চেপে এই চোখের পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে পিউপিলটি সিলেকশানের বাইরে থাকবে। সিলেকশান মোটামুটি যতটুকু সম্ভব নিখুত করুন।

Image->adjustment->hue/saturation (ctrl+u) কমান্ড দিন। একটি বক্স আসবে।

উপরের বক্সে hue এর মান চেঞ্জ করার ফলে চোখের কালার চেঞ্জ হবে। saturation চেঞ্জ করলে রংটির গাঢ়ত্ব চেঞ্জ হবে আর lightness চেঞ্জ করে রংটিতে আলোর প্রভাব নিয়ন্ত্রন করা যাবে। আমি উপরের মত মান সেট করার ফলে নিচের মত হল। আপনারা ও সামঞ্জস্যপূর্ণ মান দিন। colorize চেকবক্সে টিক দিতে ভুলবেন না।
কেমন লাগলো জানবেন, সবাইকে ধন্যবাদ।
যে ছবিতে চোখের রঙ পরিবর্তন করবেন তা খুলুন।

Zoom tool দিয়ে যেকোনো চোখের অংশ বড় করুন। এরপর চোখের মনিটি সিলেক্ট করুন polygonic lasso tool দিয়ে।

চোখের মণির ভেতরের পিউপিল সাধারণত কালোই থাকে,তাই এটি আমাদের সিলেকশান থেকে বাদ দিতে হবে। এজন্য alt চেপে পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে সিলেকশান থেকে পিউপিল বাদ যাবে।

এখন shift চেপে পাশের চোখে সিলেকশান তৈরি করুন। shift চেপে রাখার ফলে আগের সিলেকশান থাকা অবস্থায় আরেকটি সিলেকশান তৈরি হবে। এরপর আবার alt চেপে এই চোখের পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে পিউপিলটি সিলেকশানের বাইরে থাকবে। সিলেকশান মোটামুটি যতটুকু সম্ভব নিখুত করুন।

Image->adjustment->hue/saturation (ctrl+u) কমান্ড দিন। একটি বক্স আসবে।

উপরের বক্সে hue এর মান চেঞ্জ করার ফলে চোখের কালার চেঞ্জ হবে। saturation চেঞ্জ করলে রংটির গাঢ়ত্ব চেঞ্জ হবে আর lightness চেঞ্জ করে রংটিতে আলোর প্রভাব নিয়ন্ত্রন করা যাবে। আমি উপরের মত মান সেট করার ফলে নিচের মত হল। আপনারা ও সামঞ্জস্যপূর্ণ মান দিন। colorize চেকবক্সে টিক দিতে ভুলবেন না।

0 comments:
Post a Comment