১। প্রথমেই এখানে যান।
২। তারপর যে-কোনো একটা সাইট বেছে নিন। যেমন, আমি এখানে বেছে নিয়েছি http://adf.ly/22Dew
৩। সাইটে গেলে আপনি অবশ্যই একটা বক্স পাবেন এড্রেস লেখার জন্য। সেখানে আপনি যেখানে যেতে চান, সেই এড্রেস লিখুন।
৪। কাজ শেষ। কোনো রকম সার্ভার প্রব্লেম না থাকলে আপনি চলে যাবেন আপনার কাঙ্খিত সাইটে।
বিশেষ দ্রষ্টব্যঃ
• আমি এখানে একটি সাইটের ব্যবহার দেখিয়েছি, আশা করি অন্যগুলোও আপনার পারবেন। কারণ, সব সাইটের ব্যবহার একই রকম।
• ভালো প্রক্সি সাইট খুঁজতে আপটাইমের দিকে খেয়াল করবেন। আপটাইম যত বেশি হবে, সাইট তত একটিভ।
• Country এর লিস্টে সাইটটি কোন দেশের তা দেখতে পাবেন।
• কতক্ষন ধরে সাইট অনলাইনে আছে তা দেখতে পাবেন Online Since ট্যাব থেকে।
কোথাও না বুঝলে কমেন্ট করবেন।

1 comments:
এই সব সাইট দিয়ে microworkers.com এ কাজ করলে account বন্ধ করে দেয়। আমি যদি usa Id দিয়ে account খুলি ও কার দারা verified করি থাহলেও আকাউন্ত বন্ধ করে দেয়। কারণ তারা proxy server ধরে ফেলে। এর সামাধান পারলে দিন বিনামুল্যে।
Post a Comment