ডাউনলোড – জিম্প(গিম্প)

Friday, August 5, 2011

ডিজিটাল ক্যামেরা ও হাইফাই মেগাপিক্সেল মোবাইল ক্যামেরার জোয়ারে ছবি তোলা ও পিসিতে ট্রান্সফার করে কপি করে রাখা বা প্রিন্ট করা, কাজগুলো আমরা সবাই করে থাকি। কিন্তু অনেকসময়ই দেখা যায় প্রিয় মুহূর্তটির ছবিটাই যুতসই আসেনি। কেমন যেন লাগছে ছবিটা। এসব ক্ষেত্রে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে বসে আছে ফটো এডিটর সফটওয়্যারগুলো। অনেকেই হয়তো আমরা এগুলোর কোনো না কোনোটি ব্যবহার করে দেখেছি। আজও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি টুলসের, হয়তো যার নাম অনেকেই শুনেছেন কিন্তু হাতে নিয়ে দেখায় হয়নি। জিম্প না গিম্প যেই নামেই ডাকি না কেনো ফটো এডিটিং এর জগতে এডোবির ফটোশপের একমাত্র প্রতিদ্বন্দী হিসেবে দাঁড়িয়ে আছে এই ওপেন সোর্স জিম্পই। প্রফেশনাল ফটো এডিটিং এর সব কিছুই পাবেন আপনি এখানে। আমার মনে হয়না এর সম্পর্কে বেশি কিছু আর বলার আছে। কেননা এক জিম্প নিয়ে লিখতে গেলেই আরেকটা প্রচ্ছদ রচনা লিখা হয়ে যাবে!
ঠিকানাঃ

0 comments:

Post a Comment