ডাউনলোড – ইজি রিকভারী প্রো

Friday, August 5, 2011

বিপদে-আপদে আপনার অতি কাছের বন্ধুর মতো আপনার পাশে থাকে সিস্টেম ইউটিলিটি সফটওয়্যারগুলো। কিন্তু এগুলো ব্যবহার করার আগে সফটওয়্যারটি সত্যিকারের পারফরমেন্স সম্পর্কে ধারণা থাকাটা খুব জরুরি। কারণ একটি ভালো ইউটিলিটি সফটওয়্যার যেমন পারে আপনার সিস্টেমকে অনাকাঙ্খিত ঝামেলা থেকে বাঁচাতে তেমনি একটি বাজে সফটওয়্যার পারে আপনাকে বিড়ম্বনায় ফেলতে। তেমনি এক বিপদের বন্ধু সফটওয়ার হচ্ছে ইজি রিকভারী প্রো। এই সফটওয়্যারটি পিসি ইন্সপেক্টরের মতো হলেও এটি অনেক এডভান্সড এবং অতিরিক্ত অনেক ফিচার সমৃদ্ধ। যখন আপনার হার্ডডিস্ক ক্র্যাশ করে বা পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ড্রাইভ লক হয়ে যায় তখন আপনার প্রয়োজন পড়বে এই সফটওয়্যারটির।

এটি ব্যবহার করে আপনি যে কোনো সাইজের হার্ডডিস্কের যে কোনো পার্টিশন টাইপ (ফ্যাট, এনটিএফএস) থেকেই ডাটা পুনরুদ্ধার করতে পারবেন। এজন্য আপনাকে এফেক্টেড হার্ডডিস্কটি সিলেক্ট করে তার পার্টিশন টাইপ সিলেক্ট করে দিতে হবে। এরপর কি কি ফাইল রিকভারির জন্য স্ক্যান করবেন তা সিলেক্ট করতে হবে। পুনরুদ্ধার করা ফাইল কোথায় সেভ করবেন তাও সিলেক্ট করতে পারবন। তবে নতুন ব্যবহারকারীরা সফটওয়্যারটি ব্যবহার করার আগে হেল্প ফাইলগুলো দেখে নিতে পারেন।

ওয়েব সাইট :  ontrackdatarecovery

0 comments:

Post a Comment