ডাউনলোড – এইস ইউটিলিটি

Friday, August 5, 2011

এই সফটওয়্যারটি অল ইন ওয়ান একটি সিস্টেম ইউটিলিটিস টুলস। এটি ব্যবহার করে আপনি এক সাথে সিস্টেম পরিচ্ছন্ন রাখা, পারফরমেন্স বৃদ্ধি করা এবং কাস্টমাইজ করতে পারবেন। এর রয়েছে অনেকগুলো উল্লেখযোগ্য ফিচার। যেমন
- রিমুভ আনহিডেড ফাইলস টুলটি আপনাকে মুহূর্তেই পিসির সব অপ্রয়োজনীয় ফাইল স্ক্যান করে তা ডিলিট করতে সহায়তা করবে।
- ক্লিন সিস্টেম রেজিস্ট্রি আপনাকে অত্যন্ত দ্রুতগতিতে কার্যকরভাবে আপনার সিস্টেম রেজিস্ট্রি থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছতে সহায়তা করবে।
- ইরেজ উত্তর হিস্টরি অপশন দ্বারা ইন্টারনেটের সকল রকম হিস্টরি, কুকি নিমেষেই ডিলিট করতে পারবেন।
- অটোস্টার্ট প্রোগ্রামস-এর মাধ্যমে উইন্ডোজের স্টার্টআপ সকল হিডেন এন্ট্রি দেখা যায়। আপনি চাইলেই এগুলো ইচ্ছেমতো ডিলিট বা এডিট করতে পারবেন।
ওয়েব সাইট : 

0 comments:

Post a Comment