
আর চাইলে হার্ডডিস্ক কিংবা পেনড্রাইভ যেকোনো জায়গাতেই ইন্সটল করতে পারেন এই সফটওয়ার। আপনি হয়তো একবার ভাবতে পারেন কি কি সব এপ্লিকেশন তারা দিয়ে রেখেছে কে জানে!চিন্তার কোন কারন নেই।ভালোকরে বাছাই করেই এই ২৬৫টি এপ্লিকেশন চূড়ান্ত করা হয়েছে সবার দরকারের কথা মাথায় রেখেই। আর বাছাইয়ের কাজকে আরো সহজ করার জন্য আছে লাইবারকির তিনটি ভার্সন।
১.বেসিকঃ এতে সফটওয়ার আছে ২৬টি অতি প্রয়োজনীয় সফটওয়ার,একদমই সাধারন লেভেল ব্যবহাকারীদের জন্যই সফটওয়ার। এর সাইজ ৫৬ মেগাবাইট আর সেটাপের পর এটি ১৭২ মেগাবাইট জায়গা নেবে।
২.স্ট্যান্ডার্ডঃ ৯৪ টি সফটওয়ার এতে একত্র করা হয়েছে।এতে একটি পিসিতে থাকা প্রয়োজনে মন সব টুলসই একত্রে যোগ করা হয়েছে। এর সাইজ ১৪০ মেগাবাইট আর সেটাপ করার পর ৪০২ মেগাবাইট সেস্প দখল করবে এটি।
৩.আল্টিমেটঃ আপনি যদি একজন হাই লেভেল ব্যবহারকারী হয়ে থাকেন,সি ড্রাইভ যদি আপনার কাছে তলাবিহীন ঝুড়ির মতো মনে হয় তাহলে এই ভার্স্নটি আপনার জন্যই। ১৬৫টি কাজের কাজী এপ্লিকেশনকে এখানে একসাথ করে আপনার হাতে তুলে দেয়া হয়েছে। ১৮৬ মেগাবাইট সাইজের টুলটি ইন্সটল করতে ৫২৮ মেগাবাইট জায়গা দখল করবে।
সুতরাং সফটওয়ারটির মূল্যায়ন করা এককথায় অসম্ভব। এতগুলো অ্যাপ্লিকেশন আলাদা ডাউনলোড করতে হলে কি হত ? সুতরাং এটি আপনার কাজে লাগবেই এই কথা না ভেবেই বলে দেয়া যায়।
নিচে অসংখ্য বৈশিষ্ট্যের কয়েকটি তুলে ধরা হল:
• এখানে অন্তর্ভূক্ত সবগুলো সফটওয়ারই খুব ইউজার ফ্রেন্ডলী এবং জনপ্রিয়। নিচের তালিকার দিকে তাকিয়ে দেখুন। এর অনেকগুলো আপনি ব্যবহার করেছেন। আবার অনেকগুলোর পছন্দ হলেও খুব বেশি ব্যবহার না করার ভুলে গেছেন।
• এটি ১০০% ফ্রি এবং পোর্টেবল সফটওয়ার।(অবিশ্বাস্যই বটে!)
• ১৮০০ অ্যাপ্লিকেশন থেকে কঠিন পদ্ধতিতে বাছই করা হয়েছে উপরিউক্ত ২৬৫টি সফটওয়ার।
• Liberkey তে অন্তর্ভূক্ত সবগুলো সফটওয়ারই প্রতিনিয়ত আপডেট হয়।
• এর মধ্যে রয়েছে খুবই প্রয়োজনীয় অসংখ্য সফটওয়ার যেগুলোর কথা আপনি হয়ত জানেনই না।যা আপনার জন্য একটা উপহার সরূপ।
• Liberkey সকল ধরনের ভাইরাস, স্পাইওয়ার, অ্যাড-ওয়ার, পপ-আপ মুক্ত।
• টাকা দিয়েও একসাথে এত বেশি কাজের সফটওয়ার পাওয়া সম্ভব কিনা আমি জানি না।
এতে কিকি এপ্লিকেশন আছে তা বলে পাতা না ভরিয়ে এক নজরে কোন কোন ক্যাটাগরীর সফটওয়ার আছে তা বরং আপনাদের জানিয়ে দেই।
*অডিও (প্লেয়ার/এডিটর/রিপার/ট্যাগার/টুলস)
*সিডি-ডিভিডি (বার্ণার/কভার প্রিন্টার/ইমেজ টুলস/ব্যাকয়াপ/কম্প্রেশন/কপিয়ার)
*ফাইল ম্যানেজমেন্ট (ডিফ্র্যাগমেন্টার/ডিরেক্টরি লিস্টার/ডিস্ক স্পেস ম্যানেজমেন্ট/ডুপ্লিকেট ফাইন্ডার/ফাইল ম্যানেজার/রিকভারি/সিঙ্ক্রোনাইজার/
*গ্রাফিক্স/ফটো (উইনিভার্সাল ভিউয়ার/এডিটর/ইফেক্ট/ফিল্টার/আইকন এডিটর/স্ক্রীণ ক্যাপচার)
*ইন্টারনেট (বুকমার্ক ম্যানেজার/ব্রাউজার/ডাউনলোড/ইমেইল,এফটিপি/ম্যাসেঞ্জার/সাইট কপিয়ার)
*নেটওয়ার্কিং-সার্ভার (ব্যান্ডউইডথ ম্যানেজার/কনফিগারেশন/নেটওয়ার্ক এনালাইজার/স্ক্যানার/সেটিংস ম্যানেজার/টুলস)
*ডেস্কটপ টুলস (ক্যালকুলেটর/ক্যালেন্ডার/ক্লক/কাস্টোমাইজেশন/ভার্চুয়াল ডেস্কটপ/জুমার)
*অফিস টুলস (ফিন্যান্স ম্যানেজার/ফন্ট ম্যানেজার/পিডিএফ/প্রেজেন্টেশন/টেক্সট এডিটর/ইউনিট কনভার্টার)
*সিকিউরিটি (এন্টিভাইরাস/এন্টিস্পাইওয়ার/এনক্রিপশন/পাসওয়ার্ড ম্যানেজার/ইউএসবি টুলস/প্রাইভেসি টুলস)
*ইউটিলিটি টুলস (হার্ডডিস্ক ম্যানেজার/ড্রাইভ ক্লিনার/মনিটরিং টুল/স্টার্টয়াপ ম্যানেজার/সিস্টেম এক্সপ্লোরার)
*সিস্টেম টুলস (রেজিস্ট্রি কুম্পলিট টুলস/হার্ডওয়ার টেস্টার/সিস্টেম ইউটিলিটি/টুইকার)
*ভিডিও (প্লেয়ার/কনভার্টার/এডিটর/টুলস/ক্যাপচার/রিপেয়ার/কোডেক)
আর কিছু চাই?
ডাউনলোড করতে চলে যান এই সাইটে।আশা করি কষ্ট বিফলে যাবে না।
0 comments:
Post a Comment