রিয়েল অল্টারনেটিভ প্লেয়ার ডাউনলোড

Monday, August 8, 2011

রিয়েল প্লেয়ারের বিকল্প হিসেবে রিয়েল অল্টারনেটিভ প্লেয়ার অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়। যদিও এখন এটি আর এতো ব্যবহৃত হয় না তবুও ওয়েবসাইটের প্লাগিন হিসেবে যদি আপনার রিয়েল প্লেয়ারকে দরকার পড়েই তখন কিন্তু এই প্লেয়ার আপনার জন্য ভালো সমাধান হতে পারে। এর বর্তমান ভার্সনের সুবিধা হচ্ছে এটিকে আপনি কুইক টাইমের বিকল্প হিসেবেই ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ারফক্স এর মত সকল ব্রাউজারেই এটি প্লাগিন হিসেবে কাজ করতে পারে। এর সর্বশেষ ভার্সন ২.০২। আকার মাত্র ৬.৬ মেগাবাইট।
ডাউনলোড

0 comments:

Post a Comment