আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই্? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ছোট্ট সফটওয়্যার। সফটওয়্যারটির নাম Tangosoft. ছোট্ট হলেও সফটওয়্যারটি অনেক উপকারি।

it said restore is turn off. it is disabled by administrator
এর প্রেক্ষিতে আমাদের মধ্যে অনেকেই সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকেন। কিন্তু এই সফটওয়্যারটি নিন। আর এই সমস্যা হলেই তার আবারও ফিরিয়ে আনুন। এছাড়া, অনেক ভাবে এই সমস্যা গুলো সমাধান করা যায়। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এটি কার্যকর নাও হতে পারে।
শুধু মাত্র এক ক্লিকেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার এটি চালূ করে “Re-Enable” বাটনে ক্লিক করুন। এবার যদি পিসি রিস্টার্ট চায়, তাহলে রিস্টার্ট করুন।
এই সফটওয়্যার দিয়ে আপনি কি কি করতে পারবেন?
- Windows Registry
- Command Line Tool
- Windows Task Manager
- System Restore Config
- Folder Options
- Run command
- My Computer
- Task Scheduler
- Right Click Context menu
- Ms-Config (Xp only)
- Control Panel
- Search
Re-Enable II | Size | Operating System | Download |
![]() | 773kb 1.1Mb 22.8Mb | ![]() ![]() ![]() | ![]() ![]() ![]() |
0 comments:
Post a Comment