অসাধারন একটি Audio Converter

Wednesday, September 21, 2011

একটা অসাধারন অডিও কনভাটারের সন্ধান পেলাম কিছুদিন আগে । যেমরকম গ্রাফিকাল আউটলুক সেরকম ব্যবহার। একাধারে এই সফটওয়্যার দিয়ে MP3, WMA, OGG, WAV, AAC, M4A, AIFF, FLAC, AC3, AMR, MMF, MP2 ফরম্যাটের অডিও এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে আর ভিডিও থেকে অডিও আলাদা করার ক্ষেত্রে AVI, WMV, 3GP, 3G2, ASF, FLV , MP4, MOV, MPG, MPEG, SWF, RM, RV, DIVX, M1V, M2V, MKV, MPE, MPV, VOB, WM ফরম্যাটের ভিডিও সমর্থন করে। দারুণ গ্রাফিক্সের ৪.৯৯ মেগাবাইটের এই কনভার্টার সফটওয়্যারটির নাম FanVista Audio Converter। এই লিংক থেকে এটি ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি ইনস্টল করতে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ ইনস্টল থাকতে হবে। এটি উইন্ডোজ এক্সপি, সার্ভার ২০০৩/২০০৮, ভিসতা বা সেভেন এ চলবে।

0 comments:

Post a Comment