ফ্রি বাংলা Dictionary

Wednesday, September 21, 2011

বর্তমানে Dictionary এর প্রয়োজন সব সময়। আনেক দিন খোজাখুজি করছিলাম কিন্তু তেমন ভাল কোন বাংলা Dictionary পায়নি। একটা Dictionary পেয়েছিল কিন্তু সেটি আবার ট্রায়াল ভার্সন মাত্র ১৫ দিনের জন্য। তার পর হঠাৎ পেয়ে গেলাম এই বাংলা Dictionary টি। এটি আমার দেখা সবচেয়ে ভাল বাংলা Dictionary। এটি থেকে বাংলা টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা সুবিধা পাওয়া যাবে মাত্র ৫.৭৫ মেগাবাইটের সফটওয়্যারটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন।

0 comments:

Post a Comment