Bijoy ফাইল কনভার্ট করুন ইউনিকোডে
Wednesday, September 21, 2011
ইন্টারনেটে বাংলা লেখার জন্য ইউনিকোড ভিত্তিক ফন্টের প্রয়োজন হয়। যারা বিজয় সফটওয়ার ব্যবহার করেন তারা সাধারণত ইন্টারনেটে বাংলা লিখতে পারেন না। ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে অভ্র সবচেয়ে ভাল সফটওয়ার। কারণ, এই কীবোর্ডটি ইউনিকোড সমর্থন করে। কিন্তু সমস্যা হচ্ছে পূর্বে বিজয় কী বোর্ডের Layout মুখস্থ থাকার কারণে অভ্র কী বোর্ড এর Layout এ লিখতে অসুবিধা হয়। যারা অভ্র কী বোর্ডের Layou এ লিখতে সমস্যা মনে করছেন তাদের জন্য এসেছে অভ্র কনভার্টার। এই কনভার্টার এর মাধ্যমে আপনি বিজয়ে লেখা ফাইলকে সহজেই অভ্র বা ইউনিকোডে রূপান্তরিত করতে পারবেন। ধরুন আপনি অভ্রতে লিখতে পারছেন না সেক্ষেত্রে বিজয় ব্যবহার করে আপনার ফাইলটি লিখুন এরপর আপনার ফাইলটি অভ্র কনভার্টারটার দ্বারা কনভার্ট করে নিন তাহলেই আপনি সহজেই পেয়ে যাবেন ইউনিকোড ভিত্তিক লেখা ফাইল। অভ্র কনভার্টার ডাউনলোড করতে ভিজিট করুন এই ঠিকানায়। এই কনভার্টার দ্বারা আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সিস এবং টেক্সট ফাইল কনভার্ট করতে পারবেন।t
Posted by
JANPAKHI
at
Wednesday, September 21, 2011
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Labels:
Download
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment