কিন্তু আপনি যদি ফটোশপে দক্ষ না হন তবে ছবি ঠিক করতে গেলে তা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশী।

তাই ব্লগার ভাইদের দক্ষ করতে এখানে একটি সফটওয়্যারের লিংক দিলাম। এটি একটি ছোট্ট কিন্তু ফটো এডিটিং এর জন্য দারুণ একটি সফটওয়্যার। এটিতের ছবি পরিষ্কার করার, ছবির উপর ড্রয়িং করার এবং আরো অনেক দারুন ফিচার রয়েছে যা সকলেরই ভাল লাগবে। ছবি এডিট করার অনেক সফটওয়্যার আছে কিন্তু মাত্র তিন মেগাবাইটের এই সফটওয়্যারটি তাদের মধ্যে অসাধারণ। ব্যবহার করেই দেখুন। ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment