সালাম সবাইকে আসা করি ভাল আছেন। আজকে একটি চমৎকার সফটওয়্যার নিয়ে এসেছি এটির কাজ হলো আপনার বিভিন্ন ইমেইল আইডিতে নতুন ইমেইল আসা মাত্রই শব্দ করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার নতুন মেইল এসেছে এবং ডেস্কটপ এলার্টের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনাকে নতুন মেইলের খবর দিতে।আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে বারবার কষ্ট করে লগ ইনের ঝামেলা করতে হবে না। আপনার সকল ইমেইল আইডির নতুন ইমেইল গুলো দেখাবে তবে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। যদি প্রথমে একবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখেন। প্রতি ১০ মিনিট পর পর চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা।
এটির ফিচার সমুহঃ
- আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
- সাব্জেক্ট,প্রেরক এবং সময় দেখার সুযোগ সাথে সাথেই।
- ইমেইল বেক আপ রাখার সুবিধা।
যে সকল মেইল আপনি চেক করে নিতে পারবেনঃ
অপারেটিং সিস্টেমঃ
- Windows ME
- 2000, XP
- 2003
- Vista
- Windows 7
0 comments:
Post a Comment