আসসালামু আলাইকুম, অনেক দিন পর কিছু শেয়ার করলাম তাই সবাইকে আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। এবার কাজের কথাই আসি ,
যখন আপনার পিসিতে Microsoft office থাকবেনা তখন ও অনলাইনে official সকল কাজ করতে পারবেন কোন জামেলা ছাড়া।
এতে কি কি সুবিধা আসে-
- সেভ করা কাজ এডিট করতে পারবেন।
- আপনার কাজ ডাউনলোড করতে পারবেন।
- অনলাইন থেকেই শেয়ার করতে পারেন আপনার পছন্দের লোকের সাথে।
এছাড়াও আরও অন্যান্য সুবিধা রয়েছে।
প্রথমে hotmail জান। (এর জন্য আপনাকে hotmail এ একটা আইডি থাকতে হবে) লগইন করেন।
তার পর মারক করা SkyDrive এ ক্লিক করেন দেখেন নিচে মার্কতে New Word ducment, New Excel workbook, New Powerpoint prosentation, New OneNote notebook আসে। আপনি যা করতে চান তাতে ক্লিক করেন। যেমন আপনি Excel এ ক্লিক করেন


আপনার ইচ্ছা মত কাজ করেন।
যদি ফাইলি শেয়ার করতে চান তবে Share Button এ ক্লিক করেন। এখানে Permissions এ ক্লিক করেন > নতুন পেজ আসবে,

এভাবে কাজ করতে পারেন।
এছাড়াও আপনি ইচ্ছা করলে Google Docs , Live Docs , Zoho Docs এ করতে পারেন অ্যান্ড আদারসে।
আমার কাছে Mns Docs ই ভাল লাগে, তবে আপনি ইচ্ছা করলে অন্যটি দেখতে পারেন।
যদি কার বুজতে অসুবিধা হয় তাহলে কমেন্স করবেন ইহসাল্লাহ সমাধান দিতে চেষ্টা করবো।
অনেক দিন পর লিখলাম ভুল হলে বকা না দিয়ে ভুলটা ধরিয়ে দিন প্লিজ।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ!!!!!!!!
0 comments:
Post a Comment