নিজের চায়না মোবাইল থেকে শুরু করে ব্র্যান্ডের নামী-দামী সব সেটকেই তার মালিক সুন্দর ও স্মার্ট রাখতে চায়। নিত্যদিনের প্রতিনিয়ত প্রয়োজনীয় এই বস্তুটিকে এভাবে সুন্দর রাখার চেষ্টাই স্বাভাবিক।
এখন প্রতিনিয়ত তৈরি হচ্ছে মোবাইলের নানা ধরণের সফটওয়্যার এবং পিসির এন্টিভাইরাস,গেমস,থিম,সফটওয়্যার এবং নানান কিছুর মোবাইল ভার্সন। সাধারণ কাজ থেকে নানা ধরণের জটিল কাজ এমন কি এখন হ্যাকিং ও করা হয় এখন মোবাইল থেকে।
এসব কিছুর জন্য আমাদের অবশ্যই সফটওয়্যার এবং আরো নানান ধরণের আপল্যিকেশন এর প্রয়োজন হয়ে থাকে। বাঁজার থেকে মোবাইল কেনার পর নিজের পছন্দ অনুযায়ী মোবাইল টিকে সব কিছু দিয়ে সাঁজিয়ে নেবার ভার পরে নিজের উপরই!! তাই আজকে ২ টা লিঙ্ক শেয়ার করবো আপনাদের সাথে। গুগলিতে সার্চ দিলেই অসংখ্য সাইট এসে যায় আমাদের সামনে। তার পরেও আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করতে আসা। কারণ লিঙ্ক ২ টিকে আমার কাছে অনেক সাজানো মনে হয়েছে, তাদের ফিচার এবং কালেকশন গুলো ও চমৎকার বলা চলে। এক কথায় বলা যায় “নিট অ্যান্ড ক্লিন” । আমি নিচে লিঙ্কের সাথে তাদের মেনুব্যার এর পিকচার ও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এর থেকে অনেকটাই বুঝতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী কি আছে সাইটের মাঝে এবং সাইটে গেলেই দেখতে পাবেন কতটা যত্ন সহকারে ধাপে,ধাপে সাজিয়ে রাখা হয়েছে প্রতিটা জিনিশ।



0 comments:
Post a Comment